Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
পশ্চিমবাংলার আসন্ন নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও গৃহমন্ত্রী অমিত শাহের ছবি। ছবিটি শেয়ার করার সাথে দাবি করা হয়েছে বাংলা নির্বাচন নিয়ে প্রাতঃরাশের চর্চা চলছে। ছবিতে বঙ্গের মুখ্যমন্ত্রী, অমিত শাহ, নীতিশ কুমারকে দেখা যাচ্ছে।
মমতা ব্যানার্জী এবং অমিত শাহের ছবিটি এই বছর ফেব্রুয়ারী মাসের, ছবির সাথে বাংলার বিধানসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ছবির রিভার্স ইমেজ সার্চ করার পর জানা যায় ফেব্রুয়ারী মাসে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বাসভবনে পূর্ব জোনাল কাউন্সিল বৈঠকে যোগদান করে ছিলেন গৃহমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নবীন পট্টনায়েকের অফিসিয়াল টুইটার থেকে এই বৈঠক নিয়ে টুইট পাই, যেখানে তিনি এই বৈঠকে অমিত শাহ, মমতা ব্যানার্জী, নীতিশ কুমার ও ধর্মেন্দ্র প্রধানের জন্য আথিতেয়তার সুযোগ পেয়ে আন্তরিক আনন্দ প্রকাশ করেছেন।
TimesNow, Hindustan Times ও Times of India এর ২৮শে ফেব্রুয়ারী মাসের প্রকাশিত রিপোর্টে এই বৈঠকের কথা লেখা রয়েছে।
পশ্চিমবাংলার নির্বাচনের আগে কোনো আলোচনায় যোগদান করেননি অমিত শাহ ও মমতা ব্যানার্জী। ফেব্রুয়ারী মাসে ওড়িশার মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের ছবি ভুল দাবি নিয়ে ভাইরাল হয়েছে।
Hindustan Times – https://www.hindustantimes.com/india-news/at-naveen-patnaik-s-lunch-mamata-banerjee-and-amit-shah-on-same-table/story-u4b3jv2HXYW324KYtxdmmL.html
Naveen Patnaik official tweet – https://twitter.com/Naveen_Odisha/status/1233332412496527360
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Paromita Das
October 7, 2020
Paromita Das
November 13, 2020
Paromita Das
December 31, 2020