বিহার নির্বাচনের আবহে ভাইরাল হয়েছে লালু পুত্র ও বিহার মুখ্যমন্ত্রী পদের অন্যতম প্রতিযোগী তেজস্বী যাদবের সাথে মমতা ব্যানার্জীর ছবি। ছবিতে বাংলার মুখ্যমন্ত্রীকে প্লেট থেকে খাবার পরিবেশন করতে দেখা যাচ্ছে। ছবিতে অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও হার্দিক প্যাটেলকে। ছবি শেয়ার করে দাবি করা হয়েছে ‘বিষ্ণু মাতার প্রসাদ খেয়েছো কি মরেছো,বাকি ছিল তেজস্বী’ ‘ব্যাপারটা আগে জানলে #তেজস্বী এত বড় ভুল করত না।যার মাথায় তিনি হাত রেখেছেন সেই ডুবেছে।’


টুইটারে বিজেপি বাংলার মহিলা মোর্চার সহ অধ্যক্ষ কেয়া ঘোষ ১০ওই নভেম্বরে এই একেই ছবি শেয়ার করেছেন।
Fact check / Verification
মমতা ব্যানার্জীর সাথে তেজস্বী যাদবের ছবি ২০১৯ সালের, যেখানে ভারতের প্রতিটা কোনা থেকে আঞ্চলিক নেতা মন্ত্রীরা উপস্থিত ছিলেন বিজেপি বিরোধী শক্তিশেল তৈরির উদ্দেশ্যে। গুগলে রিভার্স ইমেজ করার পর জানা যায় ২০১৯ সালের লোকসভা ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রীর ডাকে কাশ্মীর থেকে তামিলনাড়ু, গুজরাট থেকে বিহার, সমস্ত হেভি ওয়েট নেতারা উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি বিরোধী শক্তি গঠনের এই মঞ্চে। The Hindu-র প্রকাশিত রিপোর্ট অনুসারে জানুয়ারী মাসে কলকাতায় আয়োজিত এই বৈঠকে চন্দ্রবাবু নাইডু,এম কে স্তালিন, হার্দিক প্যাটেল, অরবিন্দ কেজরিওয়াল,তেজস্বী যাদব, সরোদ পাওয়ার, ওমর আব্দুল্লাহ ও আরো মন্ত্রীদের মমতার এই ডাকে উপস্থিত থাকতে দেখা গেছে।

The Indian Express, NDTV র পাওয়া রিপোর্টে বলা হয়েছে মমতার ডাকে উপস্থিত সব মন্ত্রীদের তিনি সাদরে অভ্যর্থনা জানান এবং মুখ্যমন্ত্রীকে ঐ দিন সেরা অতিথিসেবকের ভূমিকাও পালন করতে দেখা যায়।

TimesNow এর তরফ থেকে জানা যায় খাবার পরিবেশনের এই ছবিটি ওই বছর সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল।
Conclusion
বিহার নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকে তেজস্বী যাদবের সাথে মমতা ব্যানার্জীর ছবি ভাইরাল হলেও নির্বাচনের সাথে এই ছবিটির কোনো সম্পর্ক নেই। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী শক্তি তৈরির উদ্দেশ্যে আঞ্চলিক মন্ত্রীদের একত্রিত হওয়ার সময় বঙ্গের মুখ্যমন্ত্রীর খাবার পরিবেশনের ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল।
Result – Misplaced context
Our sources
The Indian Express – https://indianexpress.com/elections/at-kolkata-opposition-rally-mamata-banerjee-played-perfect-host5548721/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।