৯ ও ১০ই ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় প্রধান জেপি নাড্ডা পশ্চিমবঙ্গে আসেন এবং একটি জনসভায় যোগদান করেন। সভায় যোগদান করে তিনি শ্যামাপ্রসাদ মুখার্জী, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে এবং সারা দেশের কাছে বাংলার গৌরব ও তার প্রচিত্তির সম্পর্কে কিছু বক্তব্য রাখেন। এই দিন বিজেপি বাংলার টুইটার পেজ থেকে একটি টুইট করা হয় যেখানে বলা হয়েছে নাড্ডা নাকি বলেছেন কবিগুরু শান্তিনিকেতনে জন্মেছিলেন।

বিজেপির পশ্চিমবঙ্গের সহ সভাপতি রাজু ব্যানার্জীও এই একই টুইট করেছেন।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও এই টুইট নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি। টুইটের পর নাড্ডা ও বিজেপি বাংলার বহিরাগত তা স্পষ্ট করে টুইট করেছে।
Fact check / Verification
বিজেপি সভাপতি জেপি নাড্ডা জনসভায় বলেননি যে শান্তিনিকেতন রবীন্দ্রনাথের জন্মস্থান। বঙ্গের বিজেপির ভুল শব্দ গঠনের জন্যই এই বিভ্রান্তির সূচনা হয়েছে। যদিও পরে এই টুইটি মুছে দেওয়া হয়। সেদিন জনসভা শুরু হওয়ার পর জেপি নাড্ডা শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রসঙ্গে কথা বলতে শুরু করেন। এরপর তিনি বলেন নিজস্ব চিন্তাধারা বাংলা যে ভাবে সারা দেশের সামনে তুলে ধরেছে তাতে বঙ্গের গৌরব আরো বেড়েছে। বাংলায় শান্তিনিকেতন আছে, এই বাংলায় জন্মেছে কবিগুরু রবীন্দ্রনাথ। তিনি তার সৃষ্টির দ্বারা নতুন ভাবধারা, দৃষ্টিভঙ্গির প্রবর্তন করেছেন তা আমাদের সবার জানা। আর ঋষি অরবিন্দ যিনি সেই চিন্তা ভাবনাকে আরো এগিয়ে নিয়ে সারা দেশ, পৃথিবীর সামনে প্রতিষ্টিত করেছেন। ইউটুব বিজেপির চ্যানেল থেকে এই ভিডিওটি পাই আমরা। কিন্তু ভিডিওতে কোথাও আমরা শুনিনি যে নাড্ডা বলেছেন শান্তিনিকেতনে কবিগুরু জন্মেছিলেন।
Conclusion
সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা পঃ বঃ জনসভায় বলেননি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। বিজেপি বাংলার টুইটার হ্যান্ডল থেকে ভুল শব্দ চয়নের কারণে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
Result – Partially false
Our source
BJP YouTube channel – https://www.youtube.com/watch?v=gtrs3JyA5-Q
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।