
পুত্রবধূ ঐশ্বর্য বচ্চনের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তুলেছেন বিগ বি ? বচ্চন পরিবারকে নিয়ে ছড়ালো এক ভুয়ো ভিডিও
পুত্রবধূ ঐশ্বর্য বচ্চন পরিবারের উপর হাত তুলেছে- এমন দাবি করেছেন অমিতাভ ফেসবুকে ভাইরাল এই ভিডিওটি জাল। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ২০১৯ সালে আন্তর্জাতিক মাতৃ দিবসের সময়ের একটি গানের শুটিঙের ভিডিওকে ঘিরে ছড়িয়েছে মিথ্যে দাবি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

বিশ্বভারতীর আবিষ্কার করা নতুন ব্যাকটেরিয়ার নাম দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর? জানুন সত্যতা
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে বিশ্বভারতীর আবিষ্কার করা নতুন ব্যাকটেরিয়ার নাম দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এই খবরটি সঠিক নয়, ওনার নামে উৎসর্গ করা এই জীবাণুর নাম Pantoea Tagorei.
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ইউনিসেফের নামে করা নারী ও শিশু কেন্দ্রে নিয়োগের ভাইরাল বিজ্ঞপ্তিটি জাল
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল ইউনিসেফের নারী ও শিশু কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তিটি জাল।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।