বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরি স্বরাজ ও অন্যান্য বিজেপি নেতাদের সঙ্গে একই মঞ্চে, শুভেন্দু অধিকারীর একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। ৪ মিনিটের বেশি দীর্ঘ ওই ভিডিয়োতে রাজ্যের বিরোধী দলনেতাকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ভূয়সী প্রশংসা করতে এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল তুলে ধরতে শোনা যাচ্ছে।
ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই বোঝাতে চেয়েছেন যে, রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের তৃণমূলে ফিরতে চান এবং সেই জন্য তিনি সুর বদল করেছেন। ভিডিয়োটি-সহ বহব মানুষ ফেসবুকে লিখেছেন, “পাল্টি খেলেন শুভেন্দু অধিকারী, যদিও অভিষেক ব্যানার্জি জানিয়েছেন কোনো গাদ্দারকে দলে নেওয়া হবে না!!”

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োটি লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে যে, বাঁসুরি স্বরাজের পাশে দাঁড়িয়ে বিজেপির কোনও মঞ্চ থেকে বক্তৃতা করছেন শুভেন্দু অধিকারী। তাঁর গলায় বিজেপি দলের উত্তরীয় দেখতে পাওয়া যাচ্ছে।
এরপর শুভেন্দু অধিকারীর অফিসিয়াল ফেসবুক পেজটি খতিয়ে দেখতে দেখা যায়, ২০২৫ সালের ২৯ জানুয়ারি একই ভিডিয়ো সেখানে পোস্ট করা হয়েছিল। সেই পোস্টে স্পষ্ট উল্লেখ ছিল, “ দিল্লি বিধানসভা নির্বাচনী প্রচারে ২৩ নং করোল বাগ বিধানসভার প্রার্থী শ্রী দুষ্যন্ত কুমার গৌতম জীর সমর্থনে নির্বাচনী সভা | বিষ্ণু মন্দির মার্গ, নতুন দিল্লি”। এবং ওই ভিডিয়োটিতে একবারের জন্যও রাজ্যের বিরোধী দলনেতার মুখে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায়নি। ভাইরাল ভিডিয়োতে যে বক্তৃতা করতে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে, আসল ভিডিয়োতে তাঁকে সেই কথাগুলো বলতে শোনা যায়নি। বরং কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের প্রশংসা শোনা গিয়েছে।

এরপর আরও সার্চ করলে দেখা যায়, ভাইরাল ভিডিয়োতে শুভেন্দু অধিকারীকে যে কথাগুলো বলতে শোনা যাচ্ছে, তা আসলে তিনি ২০১৪ সালে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন মঞ্চে বলেছিলেন। ২০১৪ সালের ২৮ অগাস্ট , তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ইউটিউব চ্য়ানেলে, তাঁর সেই বক্তৃতার সম্পূর্ণ ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ ডিসেম্বর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
Conclusion
সুতরাং এখন এটা জলের মতো স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত বা এডিটেড। ফের তৃণমূলে ফিরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে কোনও বক্তৃতা করেননি শুভেন্দু অধিকারী।
Sources
Video by Suvendu Adhikari, Dated January 29, 2025
Video by AITC, Dated August 28, 2014
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z