শুভেন্দু অধিকারীর ভাষণের একটি ১৪ সেকেন্ডের ক্লিপ বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় খুব ভাইরাল। যেখানে, মঞ্চে দাঁড়িয়ে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “যাঁরা বলেন মুসলিমরা পাকিস্তানের সমর্থক, তাঁরা শুনে রাখুন, ইতিহাস পড়বেন- স্বাধীনতা আন্দোলন প্রথম শুরু হয়েছিল উত্তরপ্রদেশের দেওবন্দ মাদ্রাসা থেকে। আর সেটি জমিয়ত উলেমায়-এ-হিন্দের মাদ্রাসা।” ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, ‘বিজেপি নেতা’ হিসেবে রাজ্যের বিরোধী দলনেতা এই বক্তব্য পেশ করেছেন। অর্থাৎ সেটি শুভেন্দু অধিকারীর গেরুয়া শিবিরে যোগদানের পরের ভিডিয়ো।

Fact Check/ Verification
ভইরাল দাবিটি লিখে ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে দেখা যায় যে, Al-Imam আল-ইমাম নামের একটি ফেসবুক পেজে, একই ধরনের কিন্তু ৫ মিনিট ১৬ সেকেন্ডের একটি দীর্ঘ ভিডিয়ো দেখতে পাওয়া যায়। ওই ভিডিয়োর ৩৫ সেকেন্ডে, শুভেন্দু অধিকারীর মুখে ভাইরাল বক্তব্যটি শুনতে পাওয়া যায়। এছাড়া শুভেন্দু অধিকারীর পুরো বক্তব্য শুনলে সহজেই নিশ্চিত হওয়া যায় যে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে মোথাবাড়ি এলাকায় ভোট প্রচারে গিয়ে উক্ত মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী।

সেই সূত্র ধরে সোশ্য়াল মিডিয়ায় কিওয়ার্ড সার্চ করলে দেখা যায় যে, ২০১৯ সালের ১৪ এপ্রিল, Malda News নামের একটি স্থানীয় সংবাদমাধ্যমের ফেসবুক পেজে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।

২০১৯ সালে Etv Bharat ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায় যে, ২০১৯ সালের লোকসভা ভোটে মোয়াজ্জেম হোসেনকে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস।
Conclusion
অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো। বিজেপি নেতা হিসেবে শুভেন্দু অধিকারী বক্তব্যটি রাখেননি।
Sources
Video by Malda News, Dated 14 April, 2019
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z