ফেসবুকে ভাইরাল দাবি – গত ৬৪ বছরে ব্রাজিলকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য কোন তৃতীয় ম্যাচ খেলতে হয়নি। বিশ্বকাপের আবহে ভাইরাল এই দাবিতে আরো বলা হয়েছে অন্য দেশের ফুটবল দল যেমন তৃতীয় ম্যাচ খেলছে, ব্রাজিলের ক্ষেত্রে তেমনটা ঘটেনি।


২০শে নভেম্বর থেকে কাতারে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের গ্রুপ স্টেজের খেলায় ব্রাজিল দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচ সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে ও সুইৎজারল্যান্ডের সাথে ১-০ গোলে যেতে। দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের দুটি গোল হলেও একটি অফসাইটের জন্য বাদ পরে। গ্রুপ ম্যাচের ব্রাজিলের একটি খেলা রয়েছে ক্যামেরুনের সাথে।
Fact check / Verification
গত ৬৪ বছরে ব্রাজিলকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য কোন তৃতীয় ম্যাচ খেলতে হয়নি – এই দাবি যাচাই করার সময় আমরা বেশকিছু তথ্য পাই যা কিনা প্রমান করে সেটি ভুল।
এই প্রতিবেদনে আমরা কিছু কিছু বছরের ফুটবল বিশ্বকাপের গ্রুপ ম্যাচের তথ্য দেব। ১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ স্টেজের খেলায় নরওয়ের সাথে খেলে ব্রাজিল। এখানে ২-১ গোলে পরাজিত হয় ব্রাজিল।

২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমীফাইনাল পর্যন্ত ব্রাজিল পৌঁছেছিল কিন্তু তার আগে গ্রুপের খেলায় ব্রাজিল ও সুইৎজারল্যান্ডের মধ্যে ১-১ গোলে খেলা ড্র হয় যায়, যার অর্থ ব্রাজিলকে অন্য দুটি ম্যাচে জেতার জন্য অপেক্ষা করতে হয়। এই বছরের গ্রুপ ম্যাচে সার্বিয়া ও কোস্টারিকার বিরুদ্ধে জয়ী হলেও কোয়াটারফাইনালে বেলজিয়ামের কাছে ২-০ হেরে যায় ব্রাজিল।

২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ হয়। প্রথম তিনটি ম্যাচেই ব্রাজিল খেলেছে যার মধ্যে চিলির সাথে খেলায় ড্র হয়। পরের দুটি ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে পরাজিত করে ব্রাজিল। এই গ্রুপ ম্যাচেই নেদারল্যান্ডেসের কাছে ২-০ গোলে হেরে যায় ব্রাজিল।

২০১০ সালে গ্রুপ ম্যাচের পর্তুগাল ও ব্রাজিলের মধ্যে খেলা ড্র হয়ে যায়। দুই পক্ষই কোনো গোল দুটি না পারে ০-০তে খেলা ড্র হয়। কোয়াটারফাইনালে নেদারল্যান্ডেসের কাছে ২-১ গোলে পরাজয় হয় ব্রাজিলের।
Conclusion
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে বিশ্বকাপে গত ৬৪ বছরে ব্রাজিলকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য কোন তৃতীয় ম্যাচ খেলতে হয়নি দাবিটি ভুল। ২০১০ থেকে ২০১৮ সালের বিশ্বকাপের এমন কিছু খেলা ছিল যেখানে প্রতিপক্ষের সামনে ব্রাজিলের হার হয়েছে এবং তাকে তৃতীয় ম্যাচ খেলতে হয়েছে।
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।