সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পাহাড়ি রাস্তায় এক দক্ষ চালকের গাড়ি ঘোরানোর ভিডিও ভাইরাল হয়েছে। রোমহর্ষক এই ভিডিওতে যাচ্ছে পাহাড়ি রাস্তার খাদের ধরে বেশ দক্ষতা ও ঠান্ডা মাথায় বুদ্ধির দ্বারা নীল রঙের চার চাকা গাড়িকে ঘোরাচ্ছেন গাড়ির চালক। সংকীর্ণ রাস্তায় গাড়ি ঘোরানোর ভিডিওটিকে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ‘চাকা ঝুলছে খাদে! পাহাড়ি রাস্তায় তার মধ্যেই গাড়ি ১৮০ ডিগ্রি ঘোরালেন চালক…চালকের অসাধারণ দক্ষতা মুগ্ধ করবে আপনাকে’ . ভিডিওটিকে ফেসবুকে অনলাইন মিডিয়া পেজ থেকে শেয়ার করা হয়েছে এবং ভিডিওটিকে এখনও পর্যন্ত ৭২ হাজার বার দেখা হয়েছে।
এখানে ভিডিওটির কিছু স্ক্রিনশট দেওয়া হলো


এই ভিডিওটিকে আবার খবরের আকারে প্রকাশিত করেছে আনন্দবাজার পত্রিকাও।

টুইটারেও এই ভিডিওটি ভাইরাল হয়েছে,
TimesNow থেকেও এই ভিডিওটিকে টুইটারে আপলোড করে হয়েছে।
Fact check / Verification
পাহাড়ি রাস্তায় দক্ষ চালকের গাড়ি ঘোরানোর ভিডিওটির মতো এমন অনেক ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে এবং প্রতিনিয়ত ছড়াচ্ছে। তার মধ্যে কিছু ভিডিওটি সত্যি এবং কিছু হয় এডিট করা। এই গাড়ির ভিডিওটিও সেরকম কিছু কিনা জানার জন্য প্রথমে ইউটুউবে কীওয়ার্ড দ্বারা খুঁজি। এখানে ‘Driving Skill‘ নামের একটি ইউটুউব চ্যানেল থেকে এই একই ভিডিও আপলোড করা হয়েছে কয়েক সপ্তাহ আগে।

পাহাড়ি রাস্তায় দক্ষ চালকের গাড়ি ঘোরানোর দাবিতে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে তা ২৫শে ডিসেম্বরে আপলোড করাহয়েছিলো এই ইউটুউব চ্যানেল থেকে এবং ২৪ মিলিয়ন ভিউজ রয়েছে এবং এই ভিডিওটি ঈষৎ লম্বা সোশ্যাল মিডিয়াতে দেওয়া ভিডিওর থেকে।
এই ইউটুউব চ্যানেলটি এই ধরণের আরো কিছু গাড়ির ভিডিও আপলোড করেছে। চ্যানেলটির বিবরণে বলা হয়েছে এটি তৈরী হয়েছে ২০২১ সালের অক্টোবর মাসে এবং চালনা করা হয় হংকং থেকে।

এই গাড়ির ভিডিওর মধ্যে অন্য একটি ভিডিওটি আমরা পাই যেখানে এই একই নীল রঙের গাড়িটি রয়েছে এবং গাড়িটিকে ঘোরানো হচ্ছে পাহাড়ি সরু রাস্তা দিয়ে যার একধারে রয়েছে খাঁদ।

এই ভিডিওটিকে অন্য দিকে থেকে নেওয়া হয়েছে। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যেভাবে ভিডিওটিকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে আসলে বিষয়টি তা নয়। গাড়িটিকে যে রাস্তা দিয়ে ঘোরানো হচ্ছে তার ঠিক নিচেই অন্য একটি রাস্তা রয়েছে। অর্থাৎ পাহাড়ি রাস্তায় দক্ষ চালকের গাড়ি ঘোরানোর এবং গাড়ির চাকা ঝুলেছে খাঁদে এই দাবিগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর।
পাহাড়ি রাস্তায় দক্ষ চালকের গাড়ি ঘোরানোর নামের ভাইরাল ভিডিওটি বিভ্রান্তিকর
উক্ত ছবিটিতে চিহ্নিত করা স্থান গুলো দেখলে বিষয়টি আরো পরিষ্কার হবে এবং নিচের রাস্তাটি দিয়ে অন্য একটি গাড়িকে আসতেও দেখা যাচ্ছে ভিডিওতে।
Conclusion
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে পাহাড়ি রাস্তায় দক্ষ চালকের গাড়ি ঘোরানোর নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে বিভ্রান্তিকর। কোনো খাঁদের ধারে নয়, গাড়িটি যে সরু রাস্তা দিয়ে ঘোরানো হচ্ছিলো তার নিচেই অন্য একটি রাস্তা রয়েছে।
Result: Misplaced Context
Our Sources
YouTube Channel ‘Driving Skill’
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।