Authors
Claim: চিনে সর্বসমক্ষে নমাজ পড়ার কারণে এক মুসলিম ব্যক্তিকে নির্মমভাবে নিগ্রহ করা হলো
Fact: থাইল্যান্ডের পুরোনো ভিডিও মিথ্যে দাবি সমেত ভাইরাল হয়েছে
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক ব্যক্তিকে নির্মম ভাবে প্রহার করা হচ্ছে এবং তাকে ঘিরে কয়েকজন বসে আছে। ভিডিওটির সাথে দাবি করা হয়েছে চিনে সবার সামনে নমাজ পড়ার কারণে ব্যক্তিটিকে লাথি ঘুষি মারা হচ্ছে।
সোশ্যাল মিডিয়াতে ২১সেকেন্ডের ভাইরাল এই ভিডিওতে বলা হয়েছে ‘ চিনে উইঘুর মুসলিমকে জনসমক্ষে নামাজ পাড়ার কারণে অন্য অসম্প্রদায়ের মানুষের হাতে নিগৃহীত হতে হলো’ .
Fact check / Verification
ভাইরাল ভিডিওটির কিফ্রেম বের করে Yandex এর দ্বারা অনুসন্ধানের সময় ২০২২ সালের একটি টুইট পাই সেখানে ভিডিওটির একটি দৃশ্য তুলে ধরে বলা হয়েছে ঘটনাটি ২০২০ সালের যেখানে এই ভিডিওটিতে থাকা ব্যক্তি সাক্ষ্য দিয়েছে ‘যে নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের থেকে টাকা তুলতে পারেনি।’
এই সূত্রধরে আমরা থাই ভাষায় ‘Employee’ ‘Beaten’ ‘Debt’ কথা লিখে খোঁজার পর ইউটুউবের একটি লিংক পাই ২০২০ সালের ৩রা ডিসেম্বর আপলোড করা ‘Story This Morning’ নামের একটি ভিডিওতে থাই ভাষায় বলা হয়েছে, যাকে মারা হচ্ছে সে একটি ঋণ প্রদান কোম্পানির কর্মচারী, যে সময় মতো গ্রাহকদের থেকে ঋণের টাকা না তুলতে পেরে অন্য জায়গা থেকে টাকা জোগাড় করেছে যাতে গ্রাহকদের খাতা বন্ধ না হয়ে যায়’
২০২০ সালের ২রা ডিসেম্বরের রিপোর্টে বলা হয়েছে এই ঘটনাটি মুনাগ সামুত সাখন পুলিশ স্টেশনে ঘটেছে। আরো বলা হয়েছে দোষীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং দোষীকে তলব করা হয়েছে ঘটনাটির সত্যতা জানার জন্য।
এই ঘটনার অন্যান্য রিপোর্টগুলো এখানে ও এখানে দেখা যেতে পারে।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে চিনে উইঘুর মুসলিমকে জনসমক্ষে নমাজ পড়ার জন্য প্রহার করা হয়েছে এই দাবিটি ভুল ও যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ২০২০ সালের থাইল্যান্ডের ভিডিও।
Result: False
Our Sources
Tweet By @ajies4ra, Dated September 20, 2022
YouTube Video By Story This Morning, Dated December 3, 2020
Report By E Chan, Dated December 2, 2020
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।