Claim: এটি তামিলনাড়ুর একটি হাইস্কুলে এক মুসলিম তরুণীকে হিন্দু তরুণের ছুরিকাঘাতের ফুটেজ।
Fact: ক্লাসরুমের তরুণীকে খুনের ভিডিয়োটি তামিলনাড়ুর নয় এবং সেটার সঙ্গে সাম্প্রদায়িক কোনও যোগ নেই।
সোশ্য়াল মিডিয়ায় একটি নৃশংস ভিডিয়ো পোস্ট করে অনেকেই অভিযোগ করছেন যে, সেটি তামিলনাড়ুর একটি হাইস্কুলে এক মুসলিম তরুণীকে ছুরিকাঘাতের ফুটেজ।

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োটি ব্লার হলেও সেটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ক্লাস রুমের মধ্য়ে একটি তরুণীর উপর সশস্ত্র অবস্থায় হামলা করছে একজন তরুণ। আমরা প্রথমে ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করি এবং তামিলনাড়ুতে সম্প্রতি এমন কোনও ঘটনা ঘটেছে কিনা, তা দেখা চেষ্টা করি। কিন্তু সাম্প্রতিক অতীতে তামিলনাড়ুতে ক্লাস রুমের মধ্যে খুনের এমন কোনও ঘটনার বিবরণ আমরা পাইনি।
ভাইরাল ভিডিয়োটির কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, তিন মাস আগে একই ভিডিয়ো-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল Seegore.com নামের একটি বলিভিয়ান নিউজ ওয়েবসাইটে। যার শিরোনাম ছিল, “Female Student Stabbed by Classmate Inside Classroom in Bolivia”।

ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, ২০২৪ সালের ১৫ অক্টোবর, বলিভিয়ার সিমন বলিভার নর্মাল স্কুলের পড়ুয়া, কমিলা জাঙ্গা (২৩) নামের এক ছাত্রীকে, ক্লাস রুমের মধ্য়েই কুপিয়ে খুন করে এক ছাত্র। অভিযুক্তের নাম মার্কস। অভিযুক্ত মৃতার প্রাক্তন প্রেমিক বলে জানা যায়।
NOTICIAS 12 NICARAGUA নামের আরও একটি বলিভিয়ান সংবাদমাধ্য়ম, একই ভিডিয়ো-সহ সংবাদটি, ২০২৪ সালের ১৯ অক্টোবর পোস্ট করেছিল।
Opinion.com নামের আরও একটি বলিভিয়ান সংবাদমাধ্য়ম সূত্রে খবর, ক্লাস রুমের মধ্য়ে, সকলের সামনেই নিজের প্রাক্তন বান্ধবীকে হত্য়া করেছিল মার্কস। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ এবং অভিযুক্তকে ছ’মাসের জন্য জেলে পাঠায় আদালত। পুলিশ এখনও ঘটনার তদন্ত চালাচ্ছে।
Conclusion
অতএব এখান থেকে বোঝাই যাচ্ছে যে, ক্লাসরুমের তরুণীকে খুনের ভিডিয়োটি তামিলনাড়ুর নয় এবং সেটার সঙ্গে সাম্প্রদায়িক কোনও যোগ নেই।
Result: False
Sources
Report by Seegore.com, Dated October, 2024
Report by NOTICIAS 12 NICARAGUA, Dated October 19, 2024
Report by Opinion.com, Dated October 17, 2024
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।এটি তামিলনাড়ুর একটি হাইস্কুলে এক মুসলিম তরুণীকে হিন্দু তরুণের ছুরিকাঘাতের ফুটেজ।