Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
আগুন ছাড়াই ভোগ রান্না করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভাইরাল ভিডিয়োর শুরুর দিকের ফ্রেমের সঙ্গে পরের ফ্রেমগুলোর পার্থক্য লক্ষ্য করা যায়। প্রথম দিকের ফ্রেমের কড়াইটি ভর্তি থাকলেও, পরে সেটিকে অনেকটা খালি দেখায়। ফলে সেখান থেকেই ভাইরাল ভিডিয়োটি মনে সন্দেহ তৈরি করে।

এরপর, ইন্টারনেট সার্চ করে ABP Ananda-র ইউটিউব চ্যানেলে পোস্ট করা মুখ্যমন্ত্রীর ভোগ রান্নার ভিডিয়োটি পাওয়া যায়। সেখানে আগুন জ্বালা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রান্না করতে দেখা যায়। এছাড়া কড়াইতে ভোগের পরিমাণেও কোনও গড়মিল লক্ষ্য করা যায়নি।
এছাড়া, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিয়োতে, মুখ্যমন্ত্রীর ভোগ রান্নার সময় আগুন জ্বালতেই দেখা যাচ্ছে।
ফলে এখান থেকে অনেকটাই স্পষ্ট যে, আগুন ছাড়া ভোগ রান্না করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত।
Youtube video by ABP Ananda
Facebook post by TMC
Tanujit Das
December 12, 2025
Tanujit Das
December 4, 2025
Tanujit Das
November 15, 2025