মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024

HomeFact CheckPoliticsসোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছবি যোগী গোমূত্র পান করছেন আসলে সম্পাদিত করা

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছবি যোগী গোমূত্র পান করছেন আসলে সম্পাদিত করা

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ফেসবুকে সম্প্রতি ভাইরাল হয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর (Uttar Pradesh CM Yogi Adityanath) দুটি ছবি যেখানে একটিতে দেখা যাচ্ছে যোগী গোমূত্র পান করছেন এবং অন্যটিতে তিনি কলসি থেকে দুধ নদীতে ঢালছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দুটি ছবি শেয়ার করে সাথে বলা হয়েছে যারা জানে কি খেতে হয় আর কি ফেলে দিতে হয়, তাদের হাতে দেশের দায়িত্ব থাকলে দেশের দুর্দশা ঘটবেই। কাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে জনগণ এখন দেখুক। মূলত যোগী আদিত্যনাথ নদীর জলে দুধ ঢালছেন আর গোমূত্র পান করছেন এই দিকেই নির্দেশ করা হয়েছে এই পোস্টটিতে।

ফেসবুকে এই ধরণের কিছু পোস্টের স্ক্রিনশট দেওয়া হলো।

যোগী গোমূত্র পান করছেন image 1
Courtesy: Abhishek Banerjee Supporters

যোগী গোমূত্র পান করছেন image 2
Courtesy: Uttar Dinajpur’er Gorbo Mamata

Crowdtangle থেকে প্রাপ্ত ডেটা অনুসারে ফেসবুকে ভাইরাল ছবি যেখানে দেখা যাচ্ছে যোগী গোমূত্র পান করছেন এই পোস্টে দুই হাজারের মতো ইন্টারঅ্যাকশন রয়েছে।

যোগী গোমূত্র পান করছেন image 3

Fact check / Verification

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর গোমূত্র পান করার ছবিটির সত্যতা যাচাই করার জন্য আমরা ছবিটির রিভার্স ইমেজ করি। এই সময় আমরা কিছু ট্যুইট পাই ২০১৭ সালের যেখান যোগী গোমূত্র পান করছেন এই ছবিটি আমরা পাই। অর্থাৎ ছবিটি এখন নয়, ২০১৭ সালেও ভাইরাল হয়েছিল।

এই পর্যায়ে আমরা একটি ট্যুইট পোস্ট পাই ২০১৭ সালের ১২ই জুনের যেখানে আসল ছবিটি পাই। ছবিতে যোগীকে টিউবওয়েল থেকে জল খেতে দেখা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যোগী গোমূত্র পান করছেন – ছবিটি আসলে সম্পাদিত করা

এরপর আমরা দ্বিতীয় ছবিটির সম্পর্কে অনুসন্ধান শুরু করি। OutLook এর ২০২০ সালের প্রকাশিত কিছু ছবির কোলাজের মধ্যে আমরা এই ছবিটি পাই। বসন্ত পঞ্চমীর আগে গঙ্গা পুজো উপলক্ষ্যে প্রয়াগরাজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্য মন্ত্রীবর্গ। গঙ্গার জলে স্নান করার পর দুধ ঢেলে গঙ্গা আরতি করেন। অর্থাৎ দ্বিতীয় ছবিটি সত্যি।

যোগী গোমূত্র পান করছেন image 5
Sources : OutLook

Conclusion

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে যোগী গোমূত্র পান করছেন এই দাবির সাথে ভাইরাল ছবিটি আসলে এডিট করা। আসল ছবিতে দেখা যাচ্ছে তিনি টিউবওয়েল থেকে জল পান করছেন।

Result – Partially False

Our Sources

Tweet – https://twitter.com/UnSubtleDesi/status/874276700321972224?s=20

OutLook – https://www.outlookindia.com/photosamp/dayin/1/30/2020


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular