Claim
ফেসবুকে ভাইরাল দাবি আন্তর্জাতিক সংবাদ সংস্থা CNN এর রিপোর্ট অনুসারে বিশ্বের দুর্নীতিপরায়ণ দলের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বিজেপি। ফেসবুকে এই দাবিটি একটি খবরের কাগজের ছাপা সংবাদের আকারে বেরিয়েছে। এই দাবিতে যে ছবিটি ছড়িয়েছে তাতে লেখা রয়েছে বিশ্বে দুর্নীতিতে যুক্ত রাজনৈতিক দলের তালিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টির নাম।
এখানে দুর্নীতি বিজেপি চতুর্থ এই তিনটি স্থান গোল করে দাগানো রয়েছে।

ebook/ Comred Sukanta
Fact
CNN এর রিপোর্ট অনুসারে বিশ্বের দুর্নীতিপরায়ণ দলের তালিকায় রয়েছে বিজেপি – এমন ধরণের কোনো রিপোর্ট প্রকাশিত হয়েছে কিনা CNN থেকে তা জানার জন্য আমরা গুগল বেশ কিছু কীওয়ার্ড দ্বারা খোঁজ করি। কিন্তু আমরা আশানুরূপ কোনো তথ্য পাইনি।
যদি এই পর্যায়ে আমরা CNN এর একটি রিপোর্ট পাই ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রকাশিত হয়েছিল। এখানে বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতীর একটি টুইট দেখি। তিনি নির্বাচনী প্রচারের আগে বিজেপি ও কংগ্রেসকে উদ্দেশ্য করে বলেছেন এই দুটি রাজনৈতিক দলই দুর্নীতিগ্রস্ত। সমাজের পিছিয়ে পরা মানুষদের প্রতি এই দুটি দলের দৃষ্টি ভঙ্গি এখনও পরিবর্তন হয়নি।

যদিও এই রিপোর্টটি ছাড়া আমরা CNN এর আর কোনো রিপোর্ট পাইনি যেখানে কিনা তাদের সমীক্ষায় উঠে এসেছে যে বিশ্বের দুর্নীতিপরায়ণ রাজনৈতিক দলের চতুর্থ স্থানে রয়েছে বিজেপির নাম।
অন্যদিকে দৈনিক ভাস্করের একটি রিপোর্ট আমরা পাই যেখানে তারা এই দাবীটিকে মিথ্যে বলেছে। তাদের রিপোর্টে তারা উল্লেখ করেছে যে দাবিটি ভাইরাল হওয়ার পর তারা অনুসন্ধান শুরু করে কিন্তু, CNN এর এমন কোনো রিপোর্ট পাওয়া যায়নি। ওনারা তরফ থেকে CNN এর সাথে যোগাযোগ করে জানতে পড়েছেন যে ওই আন্তর্জাতিক সংবাদ সংস্থা বা ওনাদের সাথে জড়িত অন্য কোনো সংস্থা থেকে বিশ্বে ১০টি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল কোনগুলো তা নিয়ে সমীক্ষা হয়নি।
CNN এর রিপোর্ট অনুসারে বিশ্বের দুর্নীতিপরায়ণ দলের তালিকায় রয়েছে বিজেপি এই দাবিটি ভুল প্রমাণিত হয়েছে আমাদের অনুসন্ধানে।
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।