Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
২০১১ সালের আগে ১২ বছরে ৭৩টি বনধ ডাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমালোচনা করলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

গত, ৯ অগাস্ট অর্থাৎ যে দিন কৃষক ও শ্রমিক সংগঠনগুলো সর্বভারতীয় বনধের ডাক দিয়েছিল, সেদিন ভাইরাল ভিডিয়োটির দীর্ঘ ভার্সানটি দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল। যিদি তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপাত্র এবং আইটি সেলের প্রধান।
সেই পোস্টের সঙ্গে লেখা ছিল, “বন্ধ আর বন্ধের নামে বাঁদরামি এক জিনিষ নয় কেরালায় তৃণমূলের সরকার না বামফ্রন্টের? বন্ধ নিয়ে দুই সরকারের বক্তব্যে তফাৎ নেই কেন? বঙ্গজ সিপিএমরা উত্তর দেবেন?” ৩ মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিয়োটির, কোন জায়গায় দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya) , মমতা বন্দ্যোপাধ্যায় (Debangshu Bhattacharya) বা তৃণমূল কংগ্রেসের (TMC) সমালোচনা করতে শোনা যায়নি। বরং তিনি অভিযোগ করেছিলেন যে, বনধের নামে সাধারণ মানুষের উপর গুন্ডামি করেছে বামপন্থীরা। বলপূর্বক তাঁরা দোকান বন্ধ করেছিলেন, রাস্তা আটকেছিলেন এবং রেললাইনের উপর বসে পড়েছিলেন। এছাড়া সেই ভিডিয়োতে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে, তাঁর দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস (TMC) বনধ বা ধর্মঘটের প্রবণতাকে সমর্থন করে না। তাঁরা শ্রমদিবস নষ্টের পক্ষে নয়।
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, বনধ নিয়ে দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) বক্তব্যের অংশবিশেষ সোশ্যাল মিডিয়ায় ভুল ব্যাখ্যা-সহ ছড়ানো হচ্ছে।
Sources
Video posted by Debangshu Bhattacharya, dated July 9, 2025
Tanujit Das
November 15, 2025
Tanujit Das
November 11, 2025
Tanujit Das
November 9, 2025