Thursday, April 17, 2025

Fact Check

পাঠান সিনেমায় দীপিকার বিকিনি পড়াকে সমর্থন করেননি ঐশ্বর্য? বচ্চন বধূর পুরোনো মন্তব্য পুনরায় ছড়ালো সোশ্যাল মিডিয়াতে

Written By Paromita Das
Dec 30, 2022
banner_image

লিউড বাদশাহ শাহরুখ খানের পাঠান সিনেমাটি নিয়ে সমাজ মাধ্যমে চলছে জোর শোরগোল, বিতর্কের ঝড় উঠেছে ‘বেশরম রং’ গানটি নিয়ে.

সম্প্রতি ফেসবুকে ‘The India News’ নামের একটি অনলাইন মিডিয়া পোর্টালের দাবি পাঠান সিনেমায় দীপিকার বিকিনি পড়াকে সমর্থন করেননি ঐশ্বর্য, প্রাক্তন বিশ্ব সুন্দরী কার্যত নাকি ধুয়ে দিয়েছেন দীপিকা পাড়ুকোনকে ওই গানটিতে বিকিনি পড়ার জন্য। আরো দাবি করা হয়েছে বচ্চন বধূর এই মন্তব্য নাকি অনেক ভারতীয়র মন জয় করেছে। 

পাঠান সিনেমায় দীপিকার বিকিনি পড়াকে সমর্থন করেননি ঐশ্বর্য image 1
Courtesy: Facebook/theindianews.Bengali


‘বেশরম রং’ গানটি প্রকাশিত হওয়ার পর বিতর্ক শুরু হয় কারণ এই গানের একটি দৃশ্যে দীপিকাকে কমলা রঙের সাঁতার পোশাকে দেখা গিয়েছে। তাতে ভারতীয় জনতা পার্টির অনেক নেতাও চটেছেন, তাদের মতে এতে হিন্দু ধর্মের আস্থাকে গভীর ভাবে আঘাত করা হয়েছে। কোথাও কোথাও এই সিনেমাকে বয়কট করার দাবিও উঠেছে। এই বার শোনা যাচ্ছে ঐশ্বর্য রাই বচ্চনও নাকি নাম না করেই দীপিকা পাড়ুকোনের বিকিনি লুকের তীব্র নিন্দা করেছেন।

Fact check / Verification 

পাঠান সিনেমায় দীপিকার বিকিনি পড়াকে সমর্থন করেননি ঐশ্বর্য ফেসবুকে ভাইরাল এই দাবিটি ভুল। The India News এর রিপোর্টে লেখা হয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত পাঠান সিনেমার ‘বেশরম রং’ গানটি প্রকাশিত হওয়ার পর প্রাক্তন বিশ্ব সুন্দরী বলেছেন তিনি মনে করেন না বিকিনি ভারতীয় সংস্কৃতির অঙ্গ। বিকিনি পড়ার উপযোগী শরীর কখনোই তার ছিল না এবং বিকিনি কখনই কোনো পোশাকের আওতায় পরে না। 

এই রিপোর্টের থেকে কীওয়ার্ড বের করে খোঁজার সময় আমরা প্রথমে India TVর ২০১৫ সালের ১০ই জানুয়ারির রিপোর্ট পাই। এই রিপোর্টে ঐশ্বর্যের বিকিনি সংক্রান্ত কিছু মন্তব্য পাই। ২০১৪ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চেয়ারম্যান জুলিয়ান মোরলেয় জানিয়েছেন যে বিকিনির সাথে একজন নারীর যেমন গুরুত্বপূর্ণ সম্পর্কই নেই তেমনি এই প্রতিযোগিতার ক্ষেত্রেও সেটি  গুরুত্বপূর্ণ নয়। ১৯৯৫ সাল থেকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বিকিনি রাউন্ড তুলে দেওয়া হয়। এই কথাটি ঐশ্বর্যকে জিজ্ঞেস করায় তিনি বলেন তিনি খুব খুশি। 

পাঠান সিনেমায় দীপিকার বিকিনি পড়াকে সমর্থন করেননি ঐশ্বর্য image 2
Screenshot taken from IndiaTv

১৯৯৪ সালে যখন তিনি প্রতিযোগী ছিলেন সেই সময় তিনি এই প্রশ্নটি করেছিলেন আয়োজকদের। তিনি জানিয়েছেন ওই বছরের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের তিনি জিজ্ঞেস করেছিলেন এই পোশাক পড়া জরুরি কেন? অনেক দেশ আছে যেখানকার মেয়েরা এই ধরণের পোশাক সর্বসমক্ষে পড়তে স্বাচ্ছন্দ্য অনুভব করেন না। এর সাথে সাথে তিনি স্বীকারও করেন ১৯৯৪ সালে ওনার নিজের চেহারাও বিকিনি পড়ার উপযোগী ছিল না। 


এই রিপোর্টটি ছাড়া আমরা Dailymotion এর ভিডিও পাই। একটি আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বচ্চন বধূ। এখানে সাংবাদিকদের সামনে বিকিনি নিয়ে ১৯৯৪ সালে নিজের অভিজ্ঞতার কথা বলেন। ঐশ্বর্য আরো বলেন মিস ইন্ডিয়ার প্রতিযোগিতার মঞ্চেও বিচারকরা বলেন বিকিনির উপযুক্ত চেহারা কখনোই কোনো নারীর সৌন্দর্যের মাপকাঠি হতে পারে না। নিজেকে আমরা কিভাবে অন্যের সামনে রাখছি, কত আত্ববিশ্বাস নিয়ে চলছি এই বিষয়গুলিই সব থেকে গুরুত্বপূর্ণ। এই রিপোর্টগুলো ছাড়া আমরা অন্য কোনো রিপোর্ট বা ভিডিও পাইনি যেখানে ঐশ্বর্য রাই বচ্চন দীপিকার বিকিনি পড়া নিয়ে কোন মন্তব্য করেছেন।

পাঠান সিনেমায় দীপিকার বিকিনি পড়াকে সমর্থন করেননি ঐশ্বর্য image 3
Screenshot is taken from Dailymotion

Conclusion

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে পাঠান সিনেমায় দীপিকার বিকিনি পড়াকে সমর্থন করেননি ঐশ্বর্য, এই দাবিটি ভুল। বিশ্ব সুন্দরীর মঞ্চে বিকিনি পড়া নিয়ে ঐশ্বর্যের ২০১৫ সালের মন্তব্য পাঠান সিনেমার ‘বেশরম রং’ গানের আবহে ছড়িয়েছে। 

Result: Missing Context 

Our Sources

IndiaTV report published on 10Jan 2015
Dailymotion report of 2015


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,830

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।