Fact Check
কৃষক সমর্থনের কোনো টিশার্ট পড়েননি দীপিকা, এডিট করা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে
বলিউডের অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাডুকোনের একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। সুশান্ত কাণ্ডের পর তার বান্ধবী রিয়া বড়ো মাপের কিছু তারকাদের নাম NCB কে জানায় তার মধ্যে দীপিকার নাম ও সামিল ছিল।খবরের শিরোনামে থাকার সাথে সাথেই দীপিকার যে ছবিটা ভাইরাল হয়েছে, সেখানে তাকে I stand With Indian Farmers লেখা টিশার্ট পরে দেখা যাচ্ছে। কৃষি বিলের বিরোধিতা অনেকেই করেছে, কিন্তু এই টিশার্ট পরে দীপিকার ছবি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে।
Fact-check / Verification
I stand With Indian Farmers লেখা টিশার্ট পরে দীপিকা পাডুকোনের ভাইরাল ছবিটি আসলে এডিট করা। ছবিটির রিভার্স ইএমজে সার্চ করার পর Indian Express ও Pinterest এর লিংক পাই। যে ছবি দেওয়া হয়েছে আর যে ছবিটি ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ এক শুধু টিশার্টের লেখাটি নেই। Indian Express এর তরফ থেকে যে লিংক পাই সেখানে ২০১৮তে এ ছবিটি নেওয়া হয়েছে বলে জানা যায়। তারকাদের এয়ারপোর্টে পোষাক ও জন সমক্ষে তাদের উপস্থিতি Indian Express এর এই রিপোর্টে আমার দেখতে পাই। অন্যান্য তারকাদের সাথে দীপিকার কালো রঙের টিশার্ট পড়া ছবির আসল ছবি আমরা এখানে পাই।

Pinterest এ ২০১৮ সালের Mid -Day.com এর লিংক দেওয়া হয়েছিল যেখানে এই একই টিশার্ট পরে দীপিকার ভিন্ন ভিন্ন দিকে থেকে তোলা ছবি দেওয়া হয়েছে।
Conclusion
কৃষকদের সমর্থন জানানো কোনো টিশার্ট দীপিকা পাডুকোন পড়েননি। সোশ্যাল মিডিয়াতে যে ছবিটি ভাইরাল হয়েছে এবং এর আসল ছবি প্রমান করে যে ভাইরাল ছবিটি এডিট করা। তিনি যে টিশার্ট টি পড়েছিলেন তাতে কোনো লেখা ছিল না।
Result – Imposter content
Our sources
Indian Express – https://indianexpress.com/photos/entertainment-gallery/priyanka-chopra-arrives-in-india-chitrangda-singh-deepika-padukone-5103541/5/
Pinterest– https://in.pinterest.com/pin/470133648595751065/
Mid-day.com– https://www.mid-day.com/photos/madhuri-dixit-nene-with-her-husband-deepika-padukone-at-airport/16399
https://www.mid-day.com/photos/madhuri-dixit-nene-with-her-husband-deepika-padukone-at-airport/16399
https://www.mid-day.com/photos/madhuri-dixit-nene-with-her-husband-deepika-padukone-at-airport/16399
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।