মঙ্গলবার, জানুয়ারি 7, 2025
মঙ্গলবার, জানুয়ারি 7, 2025

HomeFact CheckReligionসোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ভিডিওটি ত্রিপুরা সম্পর্কিত নয়

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ভিডিওটি ত্রিপুরা সম্পর্কিত নয়

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে প্রায় দাঙ্গার মতো পরিস্থিতি চোখে পড়ছে। চারিদিকে লোকজন ইতস্তত হয়ে ঘুরছে, পুলিশও লাঠি হাতে তাদের পিছনে ধাওয়া করছে তাদের বাগে আনার জন্য। এই ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়েছে এটি ত্রিপুরার সাথে সম্পর্কিত। স্কিল মিডিয়াতে এই ভিডিওটি পোস্ট করে হিন্দিতে ক্যাপশন লেখা হয়েছে যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘ দালাল মিডিয়া ত্রিপুরা দাঙ্গার বিষয়ে কিছু জানায়নি, তবে বিবিসি নিউজ সব জরিপ প্রকাশ করেছে’

Archive link

বাংলাদেশে দুর্গাপুজোকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি শুরু হয় যখন কুমিল্লার দূর্গা প্রতিমার কাছে ইসলাম ধর্মগ্রন্থ কোরান পাওয়া যায়। বাংলাদেশের মুসলিমদের অত্যাচারে বহু হিন্দুদের সমস্যায় পড়তে হয়। সেই ঘটনার প্রতিবাদে ত্রিপুরাতে হিন্দু মহাসভার পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয় এবং এর পর ত্রিপুরার মুসলিমদের বাড়ি, দোকানের উপর হামলা করা হয়ে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল।

এখানে টুইটার থেকে পাওয়া কিছু পোস্ট শেয়ার করা হলো।

ফেসবুক থেকেও আমরা এই একটি ভিডিও পেয়েছি যে এখানে দেখা যেতে পারে।

ত্রিপুরা সম্পর্কিত image 1

ত্রিপুরা সম্পর্কিত image 1

ত্রিপুরা সম্পর্কিত image 3

Fact check/Verification

ভাইরাল এই ভিডিওটি ত্রিপুরা সম্পর্কিত কিনা জানার জন্য আমরা ভাইরাল ভিডিটিকে ভালো ভাবে পর্যবেক্ষণ করতে থাকে। এই সময়ে ২৯সেকেন্ডের মাথায় আমরা একটি বোর্ড দেখতে পাই। পুলিশ সহায়তা কেন্দ্রের এই বোর্ডটির নিচে লেখা রয়েছে খাজুরি খাস যা কিনা অবস্থিত দিল্লীতে। ভিডিওটিতে এই কথাটি দেখার পর আমরা নিশ্চিত হয় যে এই ঘটনাটি ত্রিপুরার নয়।

ত্রিপুরা সম্পর্কিত image 5
Screenshot taken from the Viral video

এরপর আমরা জানার চেষ্টা করি দিল্লীর খাজুরি খাস এলাকার এই ঘটনাটি কবেকার এবং সেখানে আসলে কি ঘটেছিলো। গুগলে কিছু কীওয়ার্ড দিয়ে খোঁজার পর আমরা ANI এর ২৫শে ফেব্রুয়ারি ২০২০ সালের ট্যুইট পাই। এই ট্যুইটের কিছু ছবির সাথে আমরা ভাইরাল ভিডিওটির মিল পাই।

ত্রিপুরা সম্পর্কিত image 6

ট্যুইট অনুসারে দিল্লীর খাজুরি খাস এবং ভজনপুরায় হটাৎ হিংসাত্বক কার্যকলাপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ আসার পর এই ঘটনা আয়ত্তে আসে এবং ১৪৪ ধারা চালু হয়।

এই পর্যায়ে আমরা ABP হিন্দির ২৫শে ফেব্রুয়ারি ২০২০ সালের একটি রিপোর্ট পাই যেখানে বলা হয়েছে উত্তর দিল্লীর ভজনপুরা, খাজুরি খাস এলাকায় CAA এর প্রতিবাদী প্রদর্শন শুরু হয় যেখানে হটাৎ ধুন্ধুমার কান্ড বাধে এবং ৭০ জন মানুষের মৃত্যু হয়। এই রিপোর্টে প্রকাশিত ছবিটির সাথে সাদৃশ্য রয়েছে ভাইরাল ভিডিওটির কিছু দৃশ্যের।

ত্রিপুরা সম্পর্কিত image 7
Source: ABP

সোশ্যাল মিডিয়াতে ত্রিপুরার নামে একটি দাঙ্গার ভিডিওটি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে বচসা হচ্ছে। এই ভিডিওটি ত্রিপুরার নয়, দিল্লির ২০২০ সালের। গত বছর উত্তর-পূর্ব দিল্লিতে CAA বিরোধী মিছিলের বচসার ভিডিও ত্রিপুরার নামে ছড়িয়েছে।

Conclusion

আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ত্রিপুরার নামে ভাইরাল হয়েছে উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা ও খাজুরি খাস এলাকার CAA বিরোধী আন্দোলনের ভিডিও।

Result – Misplaced Context

Our sources

ANI – https://twitter.com/ANI/status/1232196846228889600?s=20

ABP – https://www.abplive.com/news/india/delhi-violence-tense-again-as-rioters-vandalise-properties-death-toll-rises-to-7-1311421


কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular