রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: ভারতীয় শিক্ষাব্যবস্থায় সিলেবাস থেকে বাদ পড়েছে পাকিস্তানী কবি ইকবালের জীবনী? 

Fact Check: ভারতীয় শিক্ষাব্যবস্থায় সিলেবাস থেকে বাদ পড়েছে পাকিস্তানী কবি ইকবালের জীবনী? 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Claim: ভারতের সমস্ত সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে কবি ইকবালের জীবনী 
Fact: ভারতের নয়, দিল্লী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে বাদ পড়েছে ইকবালের নাম 

ফেসবুকে সম্প্রতি কিছু পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে ভারতীয় শিক্ষাব্যবস্থায় সিলেবাস থেকে বাদ পড়েছে পাকিস্তানী কবি ইকবালের জীবনী। ‘সারে জাহান সে আচ্ছা, হিন্দুস্থা হামারা’ গানটির লেখক মোহম্মদ ইকবালের নাম এবার মুছে যেতে চলেছে ভারতীয় পাঠ্যক্রম থেকে। 

অবিভক্ত ভারতের উদ্দেশ্যে সারে জাহান সে আচ্ছা, হিন্দুস্থা হামারা’ গানটি লিখলেও, আজও স্বাধীনতা দিবসে, প্রজাতন্ত্র দিবসে সমান ভাবে সমাদৃত হয় এই গানের কলি। আর এই অখণ্ড ভারতকে নিয়ে লেখা গানের কবির জীবনী কিনা বাদ পড়তে চলেছে ভারতীয় পাঠ্যক্রম থেকে? 

ইকবালের জীবনী image 1
ইকবালের জীবনী image 2

Fact check / Verification 

ভারতীয় শিক্ষাব্যবস্থায় সিলেবাস থেকে বাদ পড়েছে পাকিস্তানী কবি ইকবালের জীবনী এই দাবিটি ভুল, কারণ এখনো পর্যন্ত শুধু মাত্র দিল্লী বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের রাষ্ট্রবিজ্ঞান পাঠ্যক্রম থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে।

গুগলে খোঁজার পর আমরা হিন্দুস্তান টাইমস ও টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট পাই। 

Hindustan Times এর ২৭শে মের রিপোর্টে বলা হয়েছে গত সপ্তাহের শুক্রবার দিল্লী বিশ্ববিদ্যালয়ের একাডেমি কাউন্সিল পরিবর্তিত সিলেবাস সামনে এনেছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস থেকে পাকিস্তানী কবি ইকবালের জীবনী বাদ দেওয়া। 

ইকবালের জীবনী image 3

Times of Indiaর রিপোর্ট থেকে জানতে পারি দিল্লী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে উর্দু ও পার্শি কবি মোহম্মদ ইকবালের জীবনী বাদ দেওয়া হয়েছে এবং মহাত্মা গান্ধীর উপর বিষয়টিকে চারের বদলে ৭ নম্বর সেমিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

DUর রেজিস্টার বিকাশ গুপ্তা জানিয়েছেন ভারতের বিভাগ, হিন্দু, এবং উপজাতিদের নিয়ে বিষয়গুলোকে অনেকে যেমন অন্তর্ভুক্ত করার মত দিয়েছে তেমনি, মোহম্মদ ইকবালের জীবনী বাদ দেওয়ার পক্ষেও মত এসেছে। 

২৮শে মের নিউজ১৮ বাংলার রিপোর্টেও বলা হয়েছে নতুন সংসদ ভবনের উদ্বোধনে শোনা গিয়েছে ‘ সারে জাহান সে আচ্ছা, হিন্দুস্থা হামারা’ গানটি, কিন্তু গানটি যিনি লিখেছেন সেই উর্দু ও পার্শি কবি মোহম্মদ ইকবালের সম্পর্কে এবার থেকে পড়ানো হবে না রাজধানীর দিল্লী বিশ্ববিদ্যালয়ে।  

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি ভারতীয় শিক্ষাব্যবস্থায় সিলেবাস থেকে বাদ পড়েছে পাকিস্তানী কবি ইকবালের জীবনী দাবিটি সঠিক নয়। দিল্লী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে উর্দু কবি ইকবালের জীবনী। 

Result: Partly False 

Our Sources
Hindustan Times report published on 27May 2023
Times Of India’s report published on 27May 2023
News18 Bangla’s video of 28 May 2023


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular