সম্প্রতি শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ এবং তিনি প্রয়াত হয়েছেন। ফেসবুকে টুইটারে ভাইরাল হয়েছে প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ।



এখানে দেখা যেতে পারে ফেসবুকে এই পোস্টটি কতটা ভাইরাল হয়েছে।

Fact-check / Verification
রাজধানীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেসের মন্ত্রী তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ। ১৩ই অক্টোবর শ্বাস কষ্ট হওয়ার কারণে তাকে সত্বর AIIMS এ ভর্তি করানো হয়। জানা গেছে লাগাতার ওনার পরিস্থিতির অবনতি হওয়ার কারণে ওনার পরিবার বর্গ ও ডাক্তারেরাও চিন্তায় পড়ে যায়। আর ওনার এই শারীরিক অসুস্থতার আবহে ভাইরাল হয়েছে একটি দাবি যেখানে বলা হয়েছে প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ।
প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ এই দাবিটি সত্যি কিনা জানার জন্য আমরা অনুসন্ধান শুরু করি। অনুসন্ধানে ANI ও Times of India র প্রকাশিত রিপোর্ট পাই যেখানে বলা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। AIIMS এর ডাক্তাদের চিকিৎসায় তিনি ধীরে ধীরে সারা দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন।
প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ এই দাবিটি মিথ্যে। বর্তমানে ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
Result- Fake
Our sources
কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।