Fact Check
ইস্কন প্রতিষ্ঠাতার ছবি হাতে বারাক ওবামার এডিট করা ছবি ছড়ালো সোশ্যাল মিডিয়াতে

সম্প্রতি বারাক ওবামার একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তাকে ইস্কন প্রতিষ্ঠিতা শ্রীল প্রভুপাদের ছবি হাতে দেখা যাচ্ছে। ভাইরাল এই ছবিতে ওবামার মাথায় তিলক কাটা রয়েছে। ছবিটির সাথে ক্যাপশনে ওবামা, নেলসন ম্যান্ডেলা ও নরেন্দ্র মোদির নামের কিছু উক্তি দেওয়া হয়েছে।

Fact check / Verification
ওবামার ইস্কন প্রতিষ্ঠিতার সাথে এই ছবিটি বহু আগে থেকেই ভাইরাল হয়েছে। ছবিটির রিভার্স ইমেজ সার্চ করার পর আমর্স এই একই ছবিকে নিয়ে এডিট করা আরো কিছু ছবি পাই। গুগলে সার্চ করার পর আমরা Getty Image এর লিংক পাই যেখানে ওবামাকে নাসাকার চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের সাথে দেখা যাচ্ছে। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ওয়াইট হাউসে এই রেসিংকার প্রতিযোগিতার বিজয়ী জেমি জনসনকে ড্রাইভিং গ্লাভস ফ্রেমে বাধাই করে স্মারকস্মৃতি রূপে হাতে তুলে দিতে দেখা যাচ্ছে।

Conclusion
ইস্কন প্রতিষ্ঠিতা শ্রীল প্রভুপাদের ছবি হাতে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার ভাইরাল ছবি এডিট করা। ২০১১ সালে রেসিংকার প্রতিযোগীতা নাসাকার চ্যাম্পিয়নকে স্মারকস্মৃতি স্বরূপ ড্রাইভিং গ্লাভস তুলে দেওয়ার ছবিকে এডিট করে প্রভুপাদের ছবি বসিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে।
Result – Fake
Our source
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।