সম্প্রতি আমাদের হোয়াট্সঅ্যাপ নম্বরে একটি ভিডিও মেসেজে এসেছে যেখানে বলে হয়েছে প্রতিদিন ইতালির সংসদে হরিনাম সংকীর্তনের পর সভা শুরু হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে ইতালি পার্লামেন্টের মাঝে খোল, করতাল নিয়ে হরেরাম, হরেকৃষ্ণের নাম গান গাওয়া হচ্ছে। আর সভার ডায়াসের পেছনে বসা কিছু মানুষ মালা পরে রয়েছেন।
Fact-check / Verification
ইতালি সংসদে হরিনাম সংকীর্তনের পর সভা শুরু হয় এই দাবিটি কতটা সত্যি জানার জন্য আমরা অনুসন্ধান শুরু করি। ভিডিওটির থেকে কীওয়ার্ড বেছে নিয়ে আমরা গুগলে খোঁজ করা শুরু করি।
প্রতিদিন ইতালির সংসদে হরিনাম সংকীর্তনের পর সভা শুরু হয় এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে
অনুসন্ধানের মাধ্যমে আমরা জানতে পেরেছি ইস্কন মন্দিরের ৫০ তম প্রতিষ্ঠা দিবস পালনের ভিডিওটি এটি। কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা Inskonnews, ও ইউটুউব ভিডিও পাই। জানা গেছে ২০১৬ সালের ৪ঠা অক্টোবর ইতালির রোমে হাউস অফ রিপ্রেসেন্টেটিভ ইতালিয়ান পার্লামেন্টে কৃষ্ণ ভক্ত, ইস্কনের অনুগামী, শিক্ষক, রাজনীতিবিদরা একত্রিত হয়ে পালিত করে আন্তর্জাতিক কৃষ্ণ চেতনা প্রতিষ্ঠানের ৫০তম বার্ষিকী। এর সাথে পালিত হয় ইস্কনের প্রধান শ্রীল প্রভুপাদের দিন যিনি বিশ্বে শান্তি ও আধ্যাত্বিক জ্ঞানের প্রচারক ছিলেন।

ইতালির রোম সংসদ ভবনে দুনিয়া বিখ্যাত রাজনীতিবিদের আনাগোনা হামেশাই লেগে থাকে। তবে ২০১৬ সালের ৪ঠা অক্টোবর দিনটি আলাদা ছিল, কৃষ্ণ অনুগামীরা রঙিন পোশাক পরে মাথা কামিয়ে খোল করতাল নিয়ে সংসদ ভবনের বাইরে দাঁড়িয়েই শুরু করে নাম সংকীর্তন এর পর ততটা সংসদের ভেতরে প্রবেশ করে উপস্থিত সবার সামনে কৃষ্ণ নাম শুরু করেন। ইতালির সংসদে হরিনাম সংকীর্তনের পর সভা শুরু হয় এই দাবিটি আমাদের অনুসন্ধানে মিথ্যে প্রমাণিত হয়েছে।
Conclusion
ইতালির সংসদে হরিনাম সংকীর্তনের পর সভা শুরু হয় এই দাবিটি ভুল প্রমাণিত হয়েছে। ইস্কন মন্দিরের ৫০ তম প্রতিষ্ঠা দিবসের উদযাপনের ভিডিওটি বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হয়েছে।
Result- False claim
Our sources
IskonNews- https://iskconnews.org/italian-parliament-celebrates-iskcon-50th,5884/
YouTube Video- https://www.youtube.com/watch?v=0t7rIAfcfl
কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।