Coronavirus
Weekly Wrap: সোশ্যাল মিডিয়াতে নুসরত জাহান, বঙ্গের স্কুল পুনরায় খোলা নিয়ে ভাইরাল হওয়া দাবির সত্যতা জানুন
বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সাংসদ নুসরত জাহানের কোলে বাচ্চা সমেত ছবি, আবার আফগানিস্তান পরিস্থিতির মধ্যে কিছু পুরোনো ভিডিও ফের সোশ্যাল মিডিয়াতে জেগে উঠেছে। স্কুল কলেজ খোলা নিয়েও ভাইরাল হয়েছে মিথ্যে খবর। আজকের weekly wrap এ পড়ুন সেই ভাইরাল দাবির আসল তথ্য।

হাজার হাজার আফগান কিছু সময়ের জন্য খোলা পাক বর্ডার দিয়ে পাকিস্তানে প্রবেশ করছে?
আফগানিস্তানে তালিবানি রাজত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর একটি ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে হাজার হাজার আফগান কিছু সময়ের জন্য খোলা পাক বর্ডার দিয়ে পাকিস্তানে প্রবেশ করছে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই ভিডিওটি অপ্রাসঙ্গিক, ২০২০ সালের করোনা কড়াকড়ি তুলে দেওয়ার ভিডিওটিকে বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত পোস্ট করা হয়েছে।

অভিনেত্রী ও সাংসদ নুসরত নিজের ছেলের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে?
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহানের ছবি এবং এর সাথে দাবি করা হচ্ছে নুসরত নিজের ছেলের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই ছবিটি সম্পাদিত করা।

মুখ্যমন্ত্রীর নির্দেশে ১০ই নভেম্বরে খুলবে স্কুল ও কলেজ?
বর্তমানে ফেসবুকে ভাইরাল হয়েছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ১০ই নভেম্বরে স্কুল ও কলেজ খুলবে এই ধরণের একটি দাবি। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই খবরটি মিথ্যে। মুখ্যমন্ত্রী কোনো জানিয়েছেন করোনার পরিহিতি পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে পুজোর পর স্কুল খোলা হবে কিনা।

ভিয়েতনামের দোকানের আগুন লাগার দৃশ্যকে মালয়েশিয়ার একটি চাইনিজ খাবারের দোকানের বলে দাবি করা হলো ফেসবুকে
ফেসবুকে ভাইরাল হয়েছে মালয়েশিয়ায় একটি চাইনিজ খাবারের দোকানে আগুন লাগার দৃশ্য। এই আগুন লাগার দৃশ্যের ভিডিওটি ফেসবুকে যথেষ্ট বার দেখা হয়েছে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত যে এই ভিডিওটি ভিয়েতনামের সা পা টাউনের একটি চাইনিজ দোকানের মালয়েশিয়ার নয়।

ইতালির সংসদে হরিনাম সংকীর্তনের পর সভা শুরু হয়?
ইতালির সংসদে হরিনাম সংকীর্তনের পর সভা শুরু হয় এই দাবিটি ভুল প্রমাণিত হয়েছে। ইস্কন মন্দিরের ৫০ তম প্রতিষ্ঠা দিবসের উদযাপনের ভিডিওটি বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হয়েছে।
কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।