Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim
প্যারিস অলিম্পিকে হাজির হয়ে পিভি সিন্ধুর সঙ্গে ছবি তুললেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।
Fact
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে Times of India ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবি দেখতে পাওয়া যায়। যেখানে ভারতীয় টেবিল টেনিস প্রতিযোগী অচন্ত শরৎ কমলের পাশে পিভি সিন্ধুকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভাইরাল ছবির সঙ্গে তাঁদের পোশাক ও পার্শ্ববর্তী পরিবেশের হুবহু মিল পাওয়া যায়।
Content Garden ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনেও দুই ভারতীয় প্রতিযোগীর একই ছবি দেখতে পাওয়া যায়। প্রতিবেদনের বিবরণে বলা হয়েছে যে, প্য়ারিসে অনুষ্ঠিত এবারের অলিম্পিক তথা ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর মঞ্চে, ভারতের পতাকা বহনের সম্মান অর্জন করেছিলেন পিভি সিন্ধু ও অচন্ত শরৎ কমল। উদ্বোধনী অনুষ্ঠানের আগে তাঁরা ছবিটি তুলেছিলেন।
সুতরাং এখন বোঝাই যাচ্ছে যে, পিভি সিন্ধুর সঙ্গে দেবাংশু ভট্টাচার্যের ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড।
Result: Altered Image
Tanujit Das
July 12, 2025
Tanujit Das
July 12, 2025
Tanujit Das
August 3, 2024