Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
তৃণমূলের (TMC) আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য-ও (Debangshu Bhattacharya) চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) যেন এটাই শেষ একুশে জুলাই হয়।

ভাইরাল ভিডিয়োতে থাকা বুমের উপর News18 বাংলার লোগো দেখতে পাওয়া যায়। সেই সূত্র ধরে সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে দেখা যায়, ২০২৩ সালের ২১ জুলাই, News18 Bangla-র অফিসিয়াল ফেসবুক পেজে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।
ওই ভিডিয়োতে দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya) বলতে শোনা যায়, “সদ্য পঞ্চায়েত ভোট জিতেছি। তার এক সপ্তাহের মধ্যে এই প্রোগ্রাম। ফলে বিজয় উৎসব প্লাস শহিদ স্মরণ, দুটো একসঙ্গে। আমরা আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এটা শেষ একুশে জুলাই হয়। পরের বছর, ২০২৪-এর একুশে জুলাই যখন আমরা াসব, তখন সিকিউরিটি চার ডবল থাকবে, এসপিজি নিরাপত্তা থাকবে এবং যিনি ভাষণ দিতে আসবেন, তিনি দেশের প্রধানমন্ত্রী। এটা আমরা আশা করছি। এবার আশা পূরণ হোক বা না হোক এটা নিশ্চিত যে, দিল্লির চাবিটা এবার বাংলায় থাকবে। কালীঘাটের টালির চালের ভিতরেই চাবিটা থাকবে। সেই জায়গা থেকে আমরা বার্তা শুনতে চাই। ইন্ডিয়া ভার্সেস এনডিএ। এই যে লড়াই, সেই নিয়ে নেত্রী কী বার্তা দেন, সেটাই শুনবো।”
২০২৩ সালের, ২০ জুলাই, TV9 Bangla-কে দেওয়া একটি সাক্ষাৎকারেো একই কথা বলেছিলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।
এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে, দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং তাঁ বক্তব্যের একটা অংশকে ভুল ব্যাখ্যা-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
Sources
Video posted by News18 Bangla, July 21, 2023
Runjay Kumar
November 29, 2025
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025