Fact Check
Samik Bhattacharya: “মানুষ বিজেপির বিসর্জন দেবে”, সভাপতি হয়ে আদৌ কি একথা বলেছেন শমীক ভট্টাচার্য? ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
Claim
ভাইরাল ভিডিয়োতে রাজ্য বিজেপির (West Bengal BJP) নয়া সভাপতি শমীক ভট্টাচার্যকে (West Bengal BJP President Samik Bhattacharya) বলতে শোনা যাচ্ছে, “পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প, তাঁরা বিজেপি বিসর্জন দেবে।”
Fact
শমীক ভট্টাচার্যর (West Bengal BJP President Samik Bhattacharya) ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত বা এডিটেড।
সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজেপির নয়া সভাপতি নির্বাচিত হয়েছেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (West Bengal BJP President Samik Bhattacharya)। তাঁর নেতৃত্বেই ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে ঝাঁপাবে গেরুয়া শিবির।
এই পরিস্থিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রাজ্য বিজেপির (West Bengal BJP) নয়া সভাপতি শমীক ভট্টাচার্য -র (West Bengal BJP President Samik Bhattacharya) একটি ভিডিয়ো। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প, তাঁরা বিজেপি বিসর্জন দেবে।” ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকে লিখেছেন, “সভাপতির ই ভরসা নেই,,,,সভাপতি বুঝে গেছে আর শুভেন্দু সুকান্ত কবে বুঝবে….?? শমীক ভট্টাচার্য ঠিক বলছে BJP কে মানুষ 2026 বিসর্জন দেবে!”

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২ জুলাই, ২০২৫ তারিখে News18 Bangla-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। বিজেপির রাজ্য সভাপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, “বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে। আর যদি কোথাও কোনও বিচ্যুতি হয়, তাহলে মানুষ সেটা ঠিক করে দেবে। কারণ এই নির্বাচনটা এই মুহুর্তে কোনও রাজনৈতিক দলের উপর নেই। পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প। রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে, তাঁরা তৃণমূলের বিসর্জন দেবে। মানুষ ২০১৯ সালের নির্বাচনে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন। সেই বাইনারি কালীগঞ্জের বিধানসভা নির্বাচনেও অব্যাহত আছে এবং মানুষ জানে বিজেপিই তৃণমূলকে হারাতে পারবে. তাই এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচন।”
News18 Bangla-র অফিসিয়াল ফেসবুক পেজেও শমীক ভট্টাচার্যের পুরো বক্তব্যটির ফুটেজ খুঁজে পাওয়া যায়।
Conclusion
সুতরাং এখান থেকে প্রমাণিত যে, বিজেপির নয়, তৃণমূলের বিসর্জনের কথা বলেছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য (West Bengal BJP President Samik Bhattacharya)। ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত বা এডিটেড।
Sources
Video by News18 Bangla, dated July 2, 2025