শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeFact Checkইউরো কাপ জেতার পর শয়ে শয়ে বাজি পুড়িয়ে ইতালিতে চললো আনন্দ-উল্লাস?

ইউরো কাপ জেতার পর শয়ে শয়ে বাজি পুড়িয়ে ইতালিতে চললো আনন্দ-উল্লাস?

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

বাংলার অন্যতম জনপ্রিয় সংবাদপত্র আজকাল ২০২১ এর ইউরো কাপের আবহে একটি ভিডিও পোস্ট করে দাবি করে ইউরো কাপ জেতার পর ইতালিতে ফুটবলের সমর্থকরা রাস্তায় নেমে বাজি পুড়িয়ে কাপ জেতার উল্লাসে মেতে উঠেছে।

ইউরো কাপ জেতার পর image 1

ইউরো কাপ জেতার পর ইতালিতে বাজিপুরী চললো সমর্থকদের উল্লাস এই ভিডিওটি ২ হাজার ৭০০ বারের বেশি দেখা হয়েছে।

ফেসবুক ছাড়াও টুইটারেও এই একই ভিডিও পোস্ট করা হয়েছে।

Fact-check / Verification

২০১২এর ইউরো কাপ জেতার পর ইতালিতে শুরু হয় বাঁধ ভাঙা উচ্ছাস।খেলোয়াড় থেকে শুরু করে ইতালি ফুফটবলল দলের অন্যান্য সদস্য ছাড়াও ইতালির জনগণের জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে বাজি পুড়িয়ে উল্লাসের ছবি ও ভিডিও সারা বিশ্বের লোক দেখেছে। এই আবহে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে দিনের বেলায় রাস্তার উপর সারি বেঁধে শয়ে শয়ে রাখা রয়েছে পটকা বাজি এবং বাজির শুরু মাথায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।তীব্র স্বরে ফাটছে শুরু করেছে সেই পটকা বাজি এবং সেই ছবি ক্যামেরা বন্দি করছে কিছু মানুষ।

আরও পড়ুন: কোপা-আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়রা খেলা হবে – এই গানে নেচেছিল?

ইউরো কাপ জেতার পর ইতালিতে পটকা বাজি পুড়িয়ে চললো আনন্দ -উল্লাস এই দাবিতে ছড়ানো ভিডিওটিকে নিয়ে আমরা অনুসন্ধান শুরু করি।

ইউরো কাপ জেতার পর ইতালিতে পটকা বাজি পুড়িয়ে ফুটবল সমর্থকের আনন্দ করেছে – এই দাবিতে ভাইরাল হওয়া ভিডিওটি ইতালির নয়,

কীওয়ার্ড দ্বারা ভাইরাল এই ভিডিওটি ইউটুউব থেকে পাই যেখানে এই ভিডিওটির ক্যাপশনটি চাইনিজ ভাষায় লেখা ছিল। ভিডিওটি আপলোড করা হয়েছে এই বছরের এপ্রিল মাসে। জানা গেছে এই ভিডিওটি আসলে তাইওয়ানের একটি ধর্মীয় অনুষ্ঠানের সময়ে তোলা হয়েছে। তাইওয়ানের বাইশাতুন মাজুর গং তিয়ান মন্দিরে এই অনুষ্ঠানটি হয়, এই বছর প্রায় ৭৮,০০০ দর্শনার্থী অংশগ্রহণ করেছিল এই ধর্মীয় উৎসবে।

ফেসবুকে কীওয়ার্ড দিয়ে খোঁজার পর তাইওয়ানের এই ধর্মীয় অনুষ্ঠানের কিছু ছবিও পাই যা প্রমান করে ইউরো কাপ জেতার পর ইতালিতে পটকা বাজি পুড়িয়ে সমর্থকেরা আনন্দ করেছে এই দাবিতে ভাইরাল হওয়া ভিডিওটি তাইওয়ানের।

ইউরো কাপ জেতার পর image 3

ইউটুউব ভিডিও ছাড়াও Taipei TimesTaiwangods ওয়েবসাইট থেকে আমরা তাইওয়ানের এই ধর্মীয় অনুষ্ঠানের কথা জানতে পারি। প্রতিবছর লক্ষ লক্ষ ভক্তের সমাগমের সাথে পালিত হয় এই অনুষ্ঠানটি। লম্বা রাস্তা ধরে বিছিয়ে দেওয়া পটকা বাজি জ্বালিয়ে ভক্তরা এই ধর্মীয় অনুষ্ঠানের আনন্দে মেতে ওঠে।

ইউরো কাপ জেতার পর image 2

Conclusion

ইউরো কাপ জেতার পর ইতালির ফুটবল সমর্থকেরা রাস্তায় নেমে পটকা বাজি ফাটিয়ে উল্লাস করছে এই দাবিতে বাংলার অন্যতম সংবাদপত্র আজকাল একটি ভিডিও পোস্ট করছে ফেসবুকে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই ভিডিওটি ইতালির নয়, তাইওয়ানের একটি ধর্মীয় অনুষ্ঠানের।

Result- Misplaced context


Our sources

YouTube Video- https://www.youtube.com/watch?v=P2W9nVfMDbU

Taiwangods- https://www.taiwangods.com/html/landscape_en/1_0011.aspx?i=34

Taipei Times- https://www.taipeitimes.com/News/front/archives/2021/04/12/2003755516

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular