রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: বাংলাদেশের কর্তৃক পশ্চিমবঙ্গের মৎস্যজীবীকে উদ্ধার করার ঘটনাটি সাম্প্রতিক নয়, ৫...

Fact Check: বাংলাদেশের কর্তৃক পশ্চিমবঙ্গের মৎস্যজীবীকে উদ্ধার করার ঘটনাটি সাম্প্রতিক নয়, ৫ বছর পুরনো 

Claim

সম্প্রতি হলদিয়ার দিকে বঙ্গোপসাগরে আসা প্রবল ঝড়ে ১৫-সহ মৎস্যজীবী-সহ একটি ট্রলার উল্টে যায়। সেই ট্রলারে থাকা রবীন্দ্রনাথ দাস নামে এক মৎস্যজীবী ভেসে যান এবং টানা পাঁচ দিন জল ও খাবার ছাড়া তিনি সমুদ্রে ভেসে থাকেন। পরে বাংলাদেশের একটি জাহাজ তাঁকে উদ্ধার করে।

Fact

ভাইরাল পোস্টের ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে, ২০১৯ সালের ১৫ জুলাই Hindustan Times-এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি প্রকাশিত হয়েছিল দেখা যায়। ‘Man survives in sea for 5 days by holding onto a bamboo pole’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, রবীন্দ্রনাথ নামের ওই ব্যক্তি বঙ্গোপোসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার উল্টে ভেসে গিয়েছিলেন। কিন্তু সমুদ্রের মধ্যে পাঁচ দিন ভেসে ছিলেন তিনি। অবশেষে বাংলাদেশের চট্টগ্রাম জলসীমানার কাছে তাঁকে দেখতে পেয়েছিল বাংলাদেশের একটি জাহাজ। সেখানে তাঁকে উদ্ধার করে, কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। 

তৎকালীন সময়ে এই তথ্য-সহ খবরটি প্রকাশিত হয়েছিল ABP Ananda-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও।

সুতরাং এখন এটা স্পষ্ট যে ভাইরাল ঘটনাটি সাম্প্রতিক নয়, বরং ২০১৯ সালের।

Result: Missing Context

Sources
Report by Hindustan Times
Video by ABP Ananda

Most Popular