বৃহস্পতিবার, ডিসেম্বর 5, 2024
বৃহস্পতিবার, ডিসেম্বর 5, 2024

HomeFact CheckFact Check: বাংলাদেশে অশান্তির আবহে সাম্প্রদায়িক দাবি-সহ নেটমাধ্য়মে ভাইরাল পূর্ব বর্ধমানে কালীমূর্তি...

Fact Check: বাংলাদেশে অশান্তির আবহে সাম্প্রদায়িক দাবি-সহ নেটমাধ্য়মে ভাইরাল পূর্ব বর্ধমানে কালীমূর্তি বিসর্জনের ভিডিয়ো

Claim: বাংলাদেশে মুসলিমরা কালী মন্দিরে হামলা চালিয়ে, মা কালীর মূর্তি ধ্বংস করছে।

Fact: কালী প্রতিমা ভাঙার ভাইরাল ভিডিয়োটি বাংলাদেশের নয়। 

বাংলাদেশে ইস্কন-সন্ন্য়াসীর গ্রেফতারির পর থেকে উত্তেজনা ছড়িয়েছে। দিকে দিকে হিন্দু মন্দির ও মূর্তির উপর হামলার ঘটনা ঘটছে।  এই আবহে সোশ্য়াল মিডিয়ায় একটি প্রতিমা ভাঙচুরের ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে, “দেখুন গতকাল বাংলাদেশে কিভাবে মুসলমানরা কালী মন্দিরে হা*ম”লা চালিয়ে মা কালীর মূর্তি সহ অন্যান্য দেবদেবীর মূর্তি ধ্বংস করে…এভাবে একের পর এক হিন্দু মন্দির ও প্রতিমা ভেঙ্গে ফেলছে মুসলমান জি*হা*দিরা…উল্টোদিকে আমরা ভারতীয় হিন্দুরা বসে বসে মজা দেখছি আর ঘুমাচ্ছি কারণ ওগুলো তো বাংলাদেশের হচ্ছে..”। 

Fact Check/ Verification

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, ২০২৪ সালের ২১ অক্টোবর বাংলা সংবাদমাধ্য়ম Dainik Statesman -এর ওয়েবসাইটে একই ধরনের ফ্রেন সম্বলিত একটি খবর প্রকাশিত হয়েছিল। যেখান থেকে জানা যায় যে, বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের সুলতানপুরে ৬০০ বছর পুরনো একটি কালীপুজো হয়ে থাকে। সেই প্রতিমা বিসর্জনে অভিনবত্ব রয়েছে। প্রতিমার অঙ্গ ভেঙে তা, মন্দিরের পাশের পুকুরে বিসর্জন করা হয়। প্রতিবেদনে লেখা হয়েছে, “পুজো কমিটির সদস্য বিশ্বনাথ মণ্ডল, কার্তিক দত্ত, অসিত মন্ডল, শান্তিময় মণ্ডলরা জানান এই পুজোর নানা আচার অনুষ্ঠানের কথা। জানা গেছে এবারও পুরনো রীতি রেওয়াজ মেনে মন্দির সংলগ্ন কালীমাতার পুকুরে প্রতিমার বিসর্জন হবে। হাজার হাজার ভক্তের অংশগ্রহণে হবে অভিনব বির্সজন। এত বড়ো বিশাল প্রতিমা পুকুরে নিয়ে যাওয়া হবে না। একটু একটু করে ভেঙ্গে পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হবে। প্রথমে পারিবারিক নিয়ম মেনে মণ্ডলদের এক প্রতিমার কড়ে আঙুল ভেঙ্গে অঙ্গহানি ঘটান। তারপর অসংখ্য ভক্তের দল ১২ ফুট উচ্চতার প্রতিমা টুকরো টুকরো ভাসান করে দেন।  বিসর্জন এর আগে কয়েক ঘণ্টা ধরে গ্রাম জুড়ে চলে বর্নাঢ্য শোভাযাত্রা।”

এই সূত্র ধরে ইন্টারেটে কিওয়ার্ড সার্চ করলে দেখা যায় যে, সুলতানপুর কিরনময়ী পাঠাগার নামের একটি ফেসবুক পেজে পোস্ট হওয়া একটি ভিডিয়োর সঙ্গে, সংবাদমাধ্য়মে প্রকাশিত প্রতিমার মিল পাওয়া যায়। পোস্টে লেখা ছিল, “১২ বছরের ঐতিহ্যের কালীমাতা নিরঞ্জন মায়ের প্রতিমা নিরঞ্জন এর কিছু মুহূর্ত থেকে যাক মা সবাই কে সুস্থ  রেখো মা স্থান: সুলতানপুর, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান ১২ বছরের অপেক্ষার সমাপ্তি– মা কালীকে বিদায় জানাতে একসাথে!” আয়োজনে: সুলতানপুর কিরণময়ী পাঠাগার এবং সুলতানপুর গ্রামবাসীবৃন্দ”। 

এমনকী, ভাইরাল ভিডিয়োতে মন্দির বা মণ্ডপের দেওয়ালের সঙ্গে সংবাদমাধ্য়মে প্রকাশিত ছবির একধিক মিল খুঁজে পাওয়া যায়।

এরপর News Checker-এর তরফে সুলতানপুর কালীপুজোর অন্য়তম কার্যকর্তা কার্তিক দত্তের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি আমাদের বলেন, “আমাদের এখানে এটাই রীতি। বিসর্জনের দিন মা কালীর হাত, পা, মাথা সবই ভক্তরা আলাদা করে ভেঙে নিয়ে যান এবং বিসর্জন দেন। আমাদের গ্রামের হিন্দু মানুষরাই ভক্তির সঙ্গে এই রীতি পালন করে আসছে। এবারও তাই করেছে। আমাদের এখানকার ভিডিয়োটিকে বর্তমানে বাংলাদেশে সঙ্গে জুড়ে, সাম্প্রদায়িক রং লাগিয়ে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে বলে দেখছি। যা মিথ্যা। যে বা যারা এগুলো করছে, সম্পূর্ণ সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য করছে। আমরা এর কড়া নিন্দা জানাচ্ছি। ঘৃণ্য চক্রান্ত করা হচ্ছে।”

Conclusion

অতএব এটা প্রমাণিত যে, কালী প্রতিমা ভাঙার ভাইরাল ভিডিয়োটি বাংলাদেশের নয়। 

Result: False

Sources
Report by Dainik Statesman, Dated October 21, 2024
Telephonic conversation with Kartic Dutta, Organiser, Sultanpur Kali Puja

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular