সোমবার, জানুয়ারি 6, 2025
সোমবার, জানুয়ারি 6, 2025

HomeFact CheckFact Check: বাংলাদেশ-বিরোধী বক্তব্য় রাখছেন শ্য়ামলী পরিবহনের মালিক? ভাইরাল ভিডিয়োর ব্য়ক্তির আসল...

Fact Check: বাংলাদেশ-বিরোধী বক্তব্য় রাখছেন শ্য়ামলী পরিবহনের মালিক? ভাইরাল ভিডিয়োর ব্য়ক্তির আসল পরিচয় জানুন

Claim

বাংলাদেশ-বিরোধী বক্তব্য় রাখছেন শ্য়ামলী পরিবহনের মালিক

Fact

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৮ সালের ৬ ডিসেম্বর একই ধরনের একটি ভিডিয়ো Htv news24-এর ইউটিউব চ্য়ানেলে আপলোড করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “জাতীয় হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০১৭ পর্ব-৩”। ওই ভিডিয়োর শেষ অংশে, ভাইরাল ভিডিয়োতে দেখতে পাওয়া বক্তাকে বক্তব্য় রাখতে দেখা যায় এবং সঞ্চালক তাঁকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পৃষ্ঠপোষক শ্রী জীবন গোস্বামী হিসেবে পরিচয় করিয়ে দেন।

‘জাতীয় হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০১৭ পর্ব-৪’ নামে প্রকাশিত পরবর্তী ভিডিয়োতে ভাইরাল ক্লিপটি খুঁজে পাওয়া যায়।

আরও সার্চ করলে শ্য়ামলী পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায় যে, সংস্থার মালিকের নাম রমেশ চন্দ্র ঘোষ। Daily News Reel নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে শ্য়ামলী পরিবহনের মালিকের ছবিও দেখতে পাওয়া যায়। 

এরপর দেখা যায়, ২০১৯ সালেও একই ভিডিয়ো, একই তথ্য়-সহ সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই সময় ঢাকার মহম্মদপুর থানায় অভিযোগ জানিয়েছিলেন শ্যামলী পরিবহনের এমডি ও শ্যামলী ফুড প্রডাক্টসের মালিক রমেশ চন্দ্র ঘোষ।

অর্থাৎ এটা প্রমাণিত যে, বাংলাদেশে-বিরোধী বক্তব্য় পেশের ভিডিয়োটি শ্য়ামলী পরিবহনের মালিকের নয়।

Result: False

Sources
Report by Htv news24
Official Website of Shyamali Paribahan
Report by Daily News Reel

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular