রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: ভাইরাল ছবিটি মধ্যপ্রদেশের নয়, বরং অসমের একটি মন্দিরে দুর্গাপুজোর বলিদান-পর্বের

Fact Check: ভাইরাল ছবিটি মধ্যপ্রদেশের নয়, বরং অসমের একটি মন্দিরে দুর্গাপুজোর বলিদান-পর্বের

Authors

Kushel HM is a mechanical engineer-turned-journalist, who loves all things football, tennis and films. He was with the news desk at the Hindustan Times, Mumbai, before joining Newschecker.

Claim: গোহত্যা করে মধ্যপ্রদেশের মন্দিরে ফেলে গিয়েছে সংখ্যালঘুরা। ছবিতে দেখা যাচ্ছে সেই গরুর কাটা মাথা হাতে মন্দিরের পুরোহিত।

Fact: ছবিটি ২০১৭ সালের অসমের একটি মন্দিরের। যেখানে দুর্গাপুজোর প্রথা হিসেবে গরু বলি দেওয়া হয়েছিল।

মধ্যপ্রদেশের রতলাম জেলার জওরা জেলার একটি মন্দিরে গোমাংস ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে চার জনের বিরুদ্ধে। সেই ঘটনার আবহে সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়েছে আরও একটি ছবি। যেখানে গরুর কাটা মাথা হাতে দেখা যাচ্ছে মন্দিরের পুরোহিতকে। ছবিটি মধ্যপ্রদেশের ওই ঘটনার সঙ্গে জুড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে

 

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁদের বাড়ির বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। অভিযুক্তরা হল, সলমন মেভাতি (২৪), সাকির কুরেশি (১৯), নওশাদ কুরেশি (৪০) ও ষাহরুখ সাত্তার (২৫)।

Fact Check/ Verification

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে স্টক ইমেজে ওয়েবসাইট Getty Image-এ একই ছবি দেখতে পাওয়া যায়, যেটা ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর আপলোড করা হয়েছিল। ওই ওয়েবসাইটের বিবরণ থেকে জানা যায় যে, অসমের গুয়াহাটি থেকে কিছুটা দূরে বেলসোরে অবস্থিত বিল্লেশ্বর দেবালয়ে দুর্গাপুজোর নমীর দিন বলিদানের প্রথা চালু রয়েছে। সেখানই একটি মহিষকে বলি দেওয়া হয়েছিল। 

কিওয়ার্ড সার্চ করে আমরা একাধিক প্রতিবেদনের খোঁজ পাই, যেখানে বিল্লেশ্ব দেবালয়ে প্রচলিত বিদানের বিষয়ে উল্লেখ রয়েছে। প্রতিবেদনগুলো দেখা যাবে এখানে, এখানে, এখানেএখানে

Conclusion

অতএব এখন স্পষ্ট যে, ভাইরাল ছবিটি মধ্যপ্রদেশের নয়, বরং অসমে দুর্গাপুজোর সময়ে বলিদানের।

Result: False

Source
Getty Images, September 29, 2017

Authors

Kushel HM is a mechanical engineer-turned-journalist, who loves all things football, tennis and films. He was with the news desk at the Hindustan Times, Mumbai, before joining Newschecker.

Most Popular