রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: “হিন্দুদের ভোট দিতে দেবো না”, শুভেন্দু অধিকারীর নামে সোশ্যাল মিডিয়ায়...

Fact Check: “হিন্দুদের ভোট দিতে দেবো না”, শুভেন্দু অধিকারীর নামে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো সম্পদিত ভিডিয়ো

Claim

সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, তিনি বা তাঁরা (বিজেপি) হিন্দুদের ভোট দিতে দেবেন না। 

Fact

১৬ জুলাই তারিখে, শুভেন্দু অধিকারীর অফিসিয়াল ফেসবুক পেজে আমরা ভিডিয়োটি খুঁজে পাই। যার শিরোনাম ছিল, “রাজভবনের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি”। ওই ভিডিয়োর শুরুতেই রাজ্যের বিরোধী দলনেতাকে বলতে শোনা যায়, “চারটে বিধানসভা উপবনির্বাচন নতুন ট্রেন্ড- হিন্দুদের ভোট দিতে দেবো না। হিন্দুদের ভোট দিতে দেবো না। রাণাঘাট সাউথ, বাগদা, মানিকতলা, এই কাছেই এখান থেকে তিন-চার কিলোমিটার হবে, এখানে কোনও ভোটারকে, হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। এটা খুব এলার্মিং। আমরা সংবিধানের হেডকে বলেছি। আমরা একশো জন ভোটারকে, যারা ভোট দিতে পারেননি…একশো জনের বেশি হবে আজ নিয়ে এসেছিলাম। পুলিশবাবুরা কিছু লকে ঢোকার পরে আটকে দিয়েছে। আরা এটা কমপ্লেন করছি। কলকাতা পুলিশের এজেস্টে কমপ্লেন করছি যে, বিরাশিজন ঢোকার পরে ত্রিশ জনকে আটকে দিয়েছে।”

আজতক বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও ভিডিয়োরটি দেখতে পাওয়া যায়। জানা যায় যে, এই বিষয়ে রাজ্যপালের কাছে অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারী।

24Hrs TV-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও একই ভিডিয়ো দেখতে পাওয়া যায়।

অতএব, এখান থেকেই স্পষ্ট যে শুভেন্দু অধিকারী নিজে বলেননি যে, তিনি বা তাঁর দল বিজেপি হিন্দুদের ভোট দিতে দেবেন না। বরং তিনি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সেই অভিযোগ করেছেন।

Result: Edited Video

Most Popular