Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim
সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, তিনি বা তাঁরা (বিজেপি) হিন্দুদের ভোট দিতে দেবেন না।
Fact
১৬ জুলাই তারিখে, শুভেন্দু অধিকারীর অফিসিয়াল ফেসবুক পেজে আমরা ভিডিয়োটি খুঁজে পাই। যার শিরোনাম ছিল, “রাজভবনের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি”। ওই ভিডিয়োর শুরুতেই রাজ্যের বিরোধী দলনেতাকে বলতে শোনা যায়, “চারটে বিধানসভা উপবনির্বাচন নতুন ট্রেন্ড- হিন্দুদের ভোট দিতে দেবো না। হিন্দুদের ভোট দিতে দেবো না। রাণাঘাট সাউথ, বাগদা, মানিকতলা, এই কাছেই এখান থেকে তিন-চার কিলোমিটার হবে, এখানে কোনও ভোটারকে, হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। এটা খুব এলার্মিং। আমরা সংবিধানের হেডকে বলেছি। আমরা একশো জন ভোটারকে, যারা ভোট দিতে পারেননি…একশো জনের বেশি হবে আজ নিয়ে এসেছিলাম। পুলিশবাবুরা কিছু লকে ঢোকার পরে আটকে দিয়েছে। আরা এটা কমপ্লেন করছি। কলকাতা পুলিশের এজেস্টে কমপ্লেন করছি যে, বিরাশিজন ঢোকার পরে ত্রিশ জনকে আটকে দিয়েছে।”
আজতক বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও ভিডিয়োরটি দেখতে পাওয়া যায়। জানা যায় যে, এই বিষয়ে রাজ্যপালের কাছে অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারী।
24Hrs TV-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও একই ভিডিয়ো দেখতে পাওয়া যায়।
অতএব, এখান থেকেই স্পষ্ট যে শুভেন্দু অধিকারী নিজে বলেননি যে, তিনি বা তাঁর দল বিজেপি হিন্দুদের ভোট দিতে দেবেন না। বরং তিনি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সেই অভিযোগ করেছেন।
Result: Edited Video
Tanujit Das
April 14, 2025
Tanujit Das
April 9, 2025
Tanujit Das
April 9, 2025