Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim
বাংলাদেশে একজন হিন্দু সন্ন্য়াসীকে বলপূর্বক ধর্মান্তরিত করছে মুসলিমরা।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, গত ১১ নভেম্বর বাংলাদেশের একটি ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে একই ধরনের দীর্ঘ একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।

ওই ভিডিওতে দেখা যায়, রাস্তায় ঘুরতে থাকা এক ব্যক্তিকে ধরে প্রথমে তাঁর লম্বা চুল ও দাড়ি কেটে দেন কয়েকজন মানুষ। তারপর ওই ব্য়ক্তির নখ কাটানো এবং তাঁকে স্নান করানো হয়। পরিস্কার পোশাক পরিয়ে দেন উদ্ধারকারীরা। ভিডিয়োটিতে সাহায্য়কারী ব্য়ক্তিরা জানান, উদভ্রান্তের মতো ঘুরত থাকা ওই ব্য়ক্তিকে বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে এলাকায় উদ্ধার করা হয়েছিল। তাঁর বাড়ির খোঁজ দেওয়ারও আবেদন জানান তাঁরা।
এরপরে, আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাই এবং ভিডিও থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কিওয়ার্ড সার্চ করি।
ভিডিয়োটি দেখে অনুমান করা যায় যে, সেটি সাহায্য এবং মানবতা দেখানোর জন্য তৈরি করা হয়েছিল। সেই জন্য় আমরা BANGLADESH, HUMANITY, STREET, HOMELESS, HELP-এর মতো ইংরেজি কিওয়ার্ড YouTube সার্চ করি।
এরপর, Street Humanity of Bangladesh নামের একটি ইউটিউব চ্য়ানেলে আপলোড হওয়া ভিডিয়োগুলোতে, আমরা ভাইরাল ভিডিয়োতে দেখতে পাওয়া উদ্ধারকারী বা সাহায্য়কারী দলের সদস্য়দের খুঁজে পাই।

উক্ত চ্য়ানেলে আমরা ভাইরাল ভিডিয়োটির দীর্ঘ সংস্করানটি খুঁজে পাই, যা ২৮ অক্টোবর আপলোড করা হয়েছিল। যার শিরোনামে লেখা ছিল, “১৫ বছর পর অনেক কষ্টে তাকে পরিষ্কার করে গোসল করানো হলো”
সেখান থেকেই আমরা চ্য়ানেলটির ফেসবুক পেজের খোঁজ পাই।

Mahbub creation 4 নামের ওই ফেসবুক পেজটিতে ২৬ অক্টোবর ভিডিয়োটি আপলোড করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “১৫ বছর পর চুল কেটে গোসল করলো || #আমরা চাইলেইসম্ভব #একটাভালোকাজ #SaveHumanity disclaimer: He is kept clean for his slow development. He is not insulted in any way. So I request the authorities not to take it as an insult…”।

পয়লা নভেম্বর একই ভিডিয়ো ওই চ্য়ানেলে আপলোড করা হয়েছিল। তবে এবার ক্য়াপশনে লেখা ছিল, “আমরা এই ব্যক্তির পরিবারকে খুঁজে পেয়েছি, কিন্তু এখন আমরা এই ব্যক্তিকে খুঁজে পাচ্ছি না এবং ব্যক্তিটি পাওয়া গেলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন”।

৯ নভেম্বর একই ফেসবুক অ্যাকাউন্ট একটি লাইভ ভিডিয়ো দেখতে পাওয়া যায়। সেখানে ভাইরাল ভিডিয়ো এবং দাবিটি নিয়ে মুখ খোলেন এক সাহায্য়কারী। হিন্দু সাধুকে বলপূর্বক ধর্মান্তরিত করার দাবিটি উড়িয়ে দেন তিনি এবং জানান, উদভ্রান্তের মতো রাস্তায় ঘুরতে থাকা ওই ব্য়ক্তিটি একজন মুসলিম।

এরপর News Checker-এর তরফে Mahbub creation 4 নামে ফেসবুক পেজটির সদস্য় মেহবুব সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের জানান, “আমি এবং আমার দল প্রায়ই ঘরছাড়া এবং দরিদ্রদের সাহায্য করি। বিশেষ করে মানসিক ভারসাম্য়হীন ব্যক্তিদের পরিবারের সঙ্গে পুনরায় মেলাতে সাহায্য করি। প্রায় দেড় মাস আগে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় ভাইরাল ভিডিয়োতে দেখতে পাওয়া ব্য়ক্তিকে আমরা খুঁজে পেয়েছিলাম। এরপর আমরা ভিডিয়োটি শেয়ার করলে, তাঁর পরিবারের সদস্যরা ভিডিয়োটি দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই সময় আমরা জানতে পারি ওই ব্যক্তির নাম রেজাউল করিম এবং সে একটি মুসলিম পরিবারের সদস্য। কিন্তু ওই ব্যক্তি আবার নিখোঁজ হয় গিয়েছেন। আমরা ও তাঁর পরিবারের সদস্যরা এখনও তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছি।”
অতএব এখন এটা প্রমাণিত যে, ভাইরাল ভিডিয়োটি যে দাবির সঙ্গে সোশ্য়াল মিডিয়ায় ছড়ানো হচ্ছে সেটি ভুয়ো।
Our Sources
Video uploaded by Street Humanity of Bangladesh youtube account on 28th oct 2024
Videos by Mahbub creation 4 facebook account
Telephonic Conversation with Mahbub Sorkar
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
November 14, 2025
Tanujit Das
November 8, 2025
Tanujit Das
October 4, 2025