Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: ভারতে রমরমিয়ে কাজ করছে “মুসলিম ডক্টর অ্যাসোসিয়েশন” নামে একটি সংগঠন।
Fact: মুসলিম ডক্টর্স অ্যাসোসিয়েশনের সঙ্গে ভারতের কোনও যোগাযোগ নেই। সংস্থাটি ব্রিটেনে কাজ করে।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে অনেকেই দাবি করেছে যে, “মুসলিম ডক্টর অ্যাসোসিয়েশন” নামে একটি সংগঠন ভারতে কাজ করছে। ওই অংশের আশঙ্কা, ধীরে ধীরে ইসলাম রাষ্ট্রের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারত। ছবিটি পোস্ট করে ফেসবুকে লেখা হয়েছে, “ধীরে ধীরে অক্টোপাসের শুঁড়ের বাঁধনে বাঁধা পড়তে চলেছি আমরা । ডক্টর, কিন্তু “মুসলিম ডক্টর অ্যাসোসিয়েশন”। আগামী দিনে ভারতবর্ষের গতিপ্রকৃতি কোন দিকে যাচ্ছে এখনো যাঁরা বুঝতে পারছেন না, তাদের জন্য আগামী দিনে দুটো উপায় – এক ইসলাম গ্রহণ করা অথবা এখান থেকে পালিয়ে যাওয়া।
তৃণমূল তোলা তুলুক, পশ্চিমবঙ্গের বিজেপির সংস্কারিত নেতারা নির্বাচনে আসা টাকা পকেটে ভরুক, কমিউনিস্টরা মুসলমানদের পা চাটুক, এক হিন্দু আরেক হিন্দুকে গালাগালি করুক, এক বড় হিন্দু সংগঠন আর ছোট হিন্দু সংগঠনকে পা টেনে ধরে রাখুক ; পশ্চিমবঙ্গের হিন্দুদের সামনের অন্ধকার ভবিষ্যৎ কে দূর করার জন্য রাজনীতি , সামাজিক সংগঠনকে রাজনীতির মাঠে ভূমিকা পালন করতে হবে।” (পোস্টের বানান অপরিবর্তিত)
Fact Check/ Verification
তদন্তে শুরুতে ইন্টারনেট সার্চ করে আমরা মুসলিম ডক্টর্স অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইটটি খুঁজে বের করি। এরপর সেখান থেকেই জানা যায় যে, ২০০৪ সালে ব্রিটেনের লুটন শহরে একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এটি কাজ করতে শুরু করেছিল। আজও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েই তাঁরা কাজ করছেন। কম খরচে বা বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রাথমিক শিক্ষা প্রদান ইত্যাদি, তাঁদের কাজের মধ্যেই পড়ে। তবে লুটন শহরের বাইরে সংস্থাটির কোনও শাখা রয়েছে বলে, তেমন কোনও তথ্য ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি।
এরপ আরও খোঁজ করলে ভাইরাল ছবিটি সংস্থার ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়। যেটা তাঁরা ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর পোসল্ট করেছিলেন এবং ক্যাপশনে লেখা ছিল, “Thank you for everyone who attended our first Midlands event in Birmingham. It was a great social and opportunity to network. We look forward to seeing you at our next gathering- the annual dinner. Further details will follow.” এর থেকেই স্পষ্ট যে বার্মিংহামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।
Conclusion
সুতরাং এর থেকেই বোঝা যাচ্ছে যে, মুসলিম ডক্টর্স অ্যাসোসিয়েশনের সঙ্গে ভারতের কোনও যোগাযোগ নেই। সংস্থাটি ব্রিটেনে কাজ করে।
Result: Missing Context
Sources
Official website of Muslim Doctors Association
Official Facebook page of Muslim Doctors Association
Salman
July 5, 2025
Tanujit Das
July 3, 2025
Tanujit Das
July 3, 2025