রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: ভুয়ো সাম্প্রদায়িক দাবি-সহ সোশ্য়াল মিডিয়ায় ছড়ানো হল ওড়িশার হস্টেলে পড়ুয়াদের...

Fact Check: ভুয়ো সাম্প্রদায়িক দাবি-সহ সোশ্য়াল মিডিয়ায় ছড়ানো হল ওড়িশার হস্টেলে পড়ুয়াদের দীপাবলি পালনের ভিডিয়ো

Claim: ওড়িশায় দীপাবলি পালন সময় হিন্দুদের আক্রমণ করেছিল মুসলিমরা। প্রত্য়ুত্তোরে বাজি নিয়ে হামলা করল হিন্দুরা। 

Fact: যে সাম্প্রদায়িক দাবি-সহ ভিডিয়োটি ভাইরাল করা হচ্ছে সেটি ভুয়ো। 

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল এক মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভেডিয়োতে দেখা যাচ্ছে যে, একটি বড় বিল্ডিংকে লক্ষ্য় করে এলোপাথাড়ি রকেট বাজি ছুড়ছে একদল যুবক। News Checker-এর হোয়াটসঅ্যাপ টিপলাইন নম্বরে (9999499044) এসেছিল ভিডিয়োটি। 

যেখানে দাবি করা হয়েছে, “ওড়িশার হিন্দুরা যখন দেওয়ালী পালন করছিল, তখন মুসলমানরা হিন্দুদের উপর হামলা করেছিল। তার প্রতিশোধ নিতে ওড়িয়া হিন্দুরা এমন একশন নিয়েছে, যে মোল্লারা রিএকশন দিতে ভুলে গেছে।পশ্চিমবঙ্গ সহ সারা ভারতেই এমন হিন্দুদের চাই। ভিডিওটা দেখুন, মজা লাগবে।” 

যদিও আমাদের তদন্তে উঠে এসেছে যে, ভাইরাল  ভিডিয়োটি পুরনো এবং দাবিটির সঙ্গে সাম্প্রদায়িক বা হিন্দু-মুসলিম কোনও যোগ নেই। 

Fact Check/ Verification

ভাইরাল ভিডিয়োর একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৮ সালের ১০ নভেম্বর সেটি একটি ইউটিউব চ্য়ানেলে আপলোড করা হয়েছিল। যেখানে দাবি করা হয়েছিল যে, সেটি ‘VIMSAR Hostel’-এর দৃশ্য়। 

ভিডিয়োতে দেখতে পাওয়া বিল্ডিংয়ে গায়ে ওড়িয়া ভাষায় কিছু লেখা দেখতে পাওয়া যায়। সেই সূত্র ধরে আমরা ইন্টারনেটে “VIMSAR Hostel” ও “odisha” লিখে কিওয়ার্ড সার্চ করি এবং OTV-র ওয়েবসাইটে এই সংক্রান্ত প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাই। যদিও সেটি ২০২৪ সালের পয়লা নভেম্বর প্রকাশ করা হয়েছে। 

ওই রিপোর্ট থেকে জানা যায় যে, ভিডিয়োটি ওড়িশার সম্বলপুরের বুরলা এলাকায় অবস্থিত বীর সুরেন্দ্র সাঁই মেডিক্য়াল কলেজের। যদিও আর বিশেষ কোনও তথ্য় সেখানে পাওয়া যায়নি। 

এরপর News Checker-এর তরফে সম্বলপুরের একজন স্থানীয় সংবাদদাতা জগদত্তার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের জানান, “ভিডিয়োটি বীর সুরেন্দ্র সাঁই মেডিক্য়াল কলেজের এবং পুরনো। কলেজ হস্টেলের আবাসিক ছাত্ররা পরস্পরের বিল্ডিং লক্ষ্য় করে কয়েক বছর আগে এমন ভাবে বাজি ফাটিয়েছিল। ঘটনাটির মধ্য়ে কোনও সাম্প্রদায়িক যোগ নেই।”

চিকিৎসক সঞ্জীব, যিনি ওই কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন। তিনি আমাদের জানান, “বহু বছর ধরেই দীপালির সময় মেডিক্য়াল কলেজের হস্টেলের ছাত্রদের মধ্য়ে বাজি ফাটানোরপ্রতিযোগিতা হয়ে আসছে। প্রতিবছর হস্টেল এক এবং হস্টেল দুই-এর পড়ুয়ারা বাজি কেনেন এবং পরস্পরের হস্টেলের সামনে তা ফাটায়। যারা বেশি বাজি ফাটাতে পারে, তাঁরা জয়ী হয়।” যদিও ভাইরাল ভিডিয়োটি ঠিক কোন সালের সেই বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

বীর সুরেন্দ্র সাঁই মেডিক্য়াল কলেজের একজন বর্তমান পড়ুয়ার সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম। তিনি আমাদের একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন, যেখানে স্পষ্ট ভাবে জানান হয়েছে যে, এই বছরও একই ভাবে, সুষ্ঠু ভাবে কলেজ হস্টেলে দীপাবলি পালিত হয়েছে।

তদন্তের খাতিরে বুরলা থানার পুলিশ আধিকারিক একে প্রধানের সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম। তিনি আমাদের জানান, “ভিডিয়োটি পুরনো এবং ওই মেডিক্য়াল কলেজেরই। পড়ুয়ারা পরস্পরের হস্টেল লক্ষ্য় করে বাজি ফাটিয়েছিল এবং গোটা ঘটনায় কোনও সাম্প্রদায়িক যোগ নেই।” 

Conclusion

সুতরাং, যে সাম্প্রদায়িক দাবি-সহ ভিডিয়োটি ভাইরাল করা হচ্ছে সেটি ভুয়ো। 

Result: False

Sources
Video by Future Youtube YT account on 10th Nov 2018
Article Published by OTV on 1st Nov 2018
Telephonic Conversation with Local Journalist Jagyadutt
Telephonic Conversation with Dr Sanjeev
Telephonic Conversation with Burla Police Station Inspector
Telephonic Conversation with Current student of VIMSAR

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular