Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim
চুরির সময় বর্ধমান স্টেশন থেকে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
Fact
ভাইরাল পোস্টের ছবিটির রিার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, গত ২৩ এপ্রিল ফেসবুকে একই ছবি পোস্ট করেছিলেন একজন। তবে হিন্দি ভাষায় সেখানে লেখাছিল যে, শিশুটিকে হরিয়ানার বারার স্টেশন থেকে উদ্ধার করা হয়েছিল।
সেই সূত্র ধরে সার্চ করলে ২৪ এপ্রিল দৈনিক ভাস্কর সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট আমাদের নজরে পড়ে। সেখানে লেখা হয়েছিল, হরিয়ানার আম্বালার বারার স্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করেছিলেন যাত্রীরা। এক ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায়, তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সহ-যাত্রীরা। সন্তোষজনক উত্তর না পেলে ওই ব্যক্তিকে মারধর করা হয়েছিল এবং শিশুটিকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল।
এই বিষয়ে আরও জানার জন্য, নিউজচেকারের তরফে বর্ধমান রেল পুলিশ বা জিআরপির সঙ্গেও যোগাযোগ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানান যে, সাম্প্রতিক সময়ে বর্ধমান স্টেশনে শিশু চুরি বা সেই ধরনের কোনও ঘটনা ঘটেনি।
সুতরাং এখন এটা স্পষ্ট যে, ভাইরাল ছবিটির সঙ্গে বর্ধমান স্টেশনের কোনও যোগ নেই।
Result: False
Source
Report by Dainik Bhaskar
Tanujit Das
June 11, 2025
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 30, 2025