বৃহস্পতিবার, ডিসেম্বর 19, 2024
বৃহস্পতিবার, ডিসেম্বর 19, 2024

HomeFact CheckFact Check: বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু মহিলাকে ধর্ষণ করে খুন? ভাইরাল ভিডিয়োর সত্য়তা...

Fact Check: বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু মহিলাকে ধর্ষণ করে খুন? ভাইরাল ভিডিয়োর সত্য়তা জানুন

Claim: বাংলাদেশের ময়মনসিংহ জেলার গিরিপুর এলাকায় একটি হিন্দু বাড়িতে স্থানীয় কিছু লোক হামলা করেছে এবং বাড়ির মহিলাকে ধর্ষণও করা হয়েছে। 

Fact: ভাইরাল ভিডিয়োটি বিহারের এবং তার সঙ্গে বাংলাদেশে হিন্দু মহিলাকে ধর্ষণ করে খুনের কোনও যোগ নেই। 

ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করা হয়েছে যে, বাংলাদেশের ময়মনসিংহ জেলার গিরিপুর এলাকায় একটি হিন্দু বাড়িতে স্থানীয় কিছু লোক হামলা করে। অভিযোগ যে, ভাঙচুরের পাশাপাশি, বাড়ির মহিলাকে ধর্ষণও করা হয়েছে। ভাইরাল ভিডিয়োতে একটি ঘরের মেঝোতে তিনজন বাচ্চাকে এবং খাটের উপর একজন মহিলাকে পড়ে থাকতে দেখা যাচ্ছে। 

Fact Check/ Verification

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ৭ নভেম্বর একই ধরনের একটি ভিডিয়ো City Halchal News নামের একটি ইউটিউব চ্য়ানেলে আপলোড করা হয়েছিল। ওই ভিডিয়ো থেকে জানা যায় যে, বিহারের পূর্ণিয়া জেলার রওটা এলাকায়, স্বামীর সঙ্গে ঝামেলার কারণে এক মহিলা তিন সন্তানকে হত্য়া করে নিজে আত্মঘাতী হয়েছিলেন।  

আরও সার্চ করলে দেখা যায় যে, ওই সময় Khabar Seemanchal নামের একটি স্থানীয় সংবাদমাধ্য়মের এক্স হ্য়ান্ডেলেও একই তথ্য়-সহ ভিডিয়োটি প্রকাশিত হয়েছিল।

এছাড়া TV9 HindiJagran সংবাদমাধ্য়মের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, মৃতার নাম ববিতা দেবী (২৬)। মৃত তিন শিশুর নাম যথাক্রমে রিয়া কুমারী (৮), সুরজ কুমার (৬) ও সুজিত কুমার (৩)। জানা গিয়েছে যে, মৃতার স্বামী রবি কুমার গুজরাতে কাজ করেন। ৩০ অক্টোবর গ্রামের পুজো উপলক্ষে তিনি বাড়ি ফিরেছিলেন। ঘটনার দিন অর্থাৎ ৫ নভেম্বর তিনি মন্দিরে গিয়েছিলেন। বাড়ি ফিরে ডাকাডাকি করলেও তাঁর স্ত্রী দরজা ফোলেননি। তারপর তিনি প্রতিবেশীদের ডাকেন এবং দরজা ভাঙেন। তখনই দেখা যায়, ববিতা দেবী তিন সন্তানকে নিয়ে মৃত অবস্থায় রয়েছেন। 

ভাইরাল ভিডিয়োটি সম্পর্কে জানতে News Checker-এর তরফে স্থানীয় সাংবাদিক জাসান জাভেদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি আমাদের নিশ্চিত করে জানান যে, ভিডিয়োটি বিহারের এবং ঘটনাটি পারিবারিক ঝামেলা সংক্রান্ত।

এরপর News Checker-এর তরফে রওটা থানার এসএইচও জ্ঞান রঞ্জনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনিও আমাদের জানান যে, ভিডিয়োটি বিহারের এবং পরিবারে ঝামেলা হওয়ার ওই মহিলা, তিন সন্তান-সহ আত্মহত্য়া করেছিলেন। ময়নাতদন্ত রিপোর্টেও আত্মহত্য়ারই প্রমাণ পাওয়া গিয়েছে।

Conclusion

অতএব এখন থেকে প্রমাণিত যে ভাইরাল ভিডিয়োটি বিহারের এবং তার সঙ্গে বাংলাদেশে হিন্দু মহিলাকে ধর্ষণ করে খুনের কোনও যোগ নেই।

Result: False

Sources
Report by City Halchal News, Dated November 7, 2024
Report by TV9 Hindi, Dated November 7, 2024
Report by Jagran, Dated November 7, 2024
Telephonic conversation with Gayan Ranjan, SHO, Rauta Police Station

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular