Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: ইজরায়েলে ইরানের মিসাইল হামলার ভিডিয়ো।
Fact: ভাইরাল ভিডিয়োটি ইজরায়েলে ইরানের মিশাইল হামলার নয়। ভিডিয়োটি আসলে ইয়েমেনে একটি গ্য়াস স্টেশন বিস্ফোরণের।
ইরান-ইজরায়েল দ্বন্দ্বের মধ্য়ে সোশ্য়াল মিডিয়ায় ঘুরছে একটি বিস্ফোরণের ভিডিয়ো। যেটা পোস্ট করে অনেকেই দাবি করছেন যে, সেটা ইজরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিয়ো। ফেসবুকে ভিডিয়োটি পোস্ট করে অনেকই লিখেছেন, “ইসরায়েলি টেলিগ্রাম গ্রুপগুলিতে প্রচারিত ভিডিওগুলি ইসরায়েলের উপর ইরানের হামলার প্রভাব স্পষ্ট প্রতিফলিত হচ্ছে। আগুন এখনো চারিদিকে জ্বলছে।”

একই দাবি-সহ আরও ভিডিয়ো দেখতে পাওয়া যাবে এখানে ও এখানে।
ভিডিওটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, গত ৩১ অগাস্ট China Global Television Network (CGTN)-এর ইউরোপিয় শাখার ইউটিউব চ্যানেল, CGTN Europe-এ একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যার শিরোনাম ছিল ‘Deadly gas station explosion rocks Aden, Yemen’। প্রতিবেদনটি থেকে জানা যায় যে, ইয়েমেনের অ্যাডেন শহরের মনসুরা এলাকার একটি গ্যাস স্টেশনে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। যাতে পাঁচজনের মৃত্য়ু হয়েছিল এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন।
ভাইরাল ভিডিয়োর সঙ্গে প্রতিবেদনের ভিডিয়োর তুলনা করলে দেখা যায় যে, দুক্ষেত্রেই একই বাড়িতে আগুন লাগতে দেখতে পাওয়া যাচ্ছে। এমনকী, আগুনের শিখার ধরনও একই।

Al Jazeera Arabic, তুরস্কের সংবাদ সংস্থা Anadolu Agency–তেও ওই সময় ভিডিয়ো এবং খবরটি একই তথ্য়-সহ প্রকাশিত হয়েছিল।
সুতরাং এখান থেকেই স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি ইজরায়েলে ইরানের মিসাইল হামলার নয়। ভিডিয়োটি আসলে ইয়েমেনে একটি গ্য়াস স্টেশন বিস্ফোরণের।
Sources
Video by CGTN Europe, Dated August 31, 2024
Video by Al Jazeera Arabic, Dated August 31, 2024
Report by Anadolu Agency, Dated August 31, 2024
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Kushel Madhusoodan
September 2, 2025
Tanujit Das
September 27, 2025
Tanujit Das
September 22, 2025