সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ভাইরাল দাবি যেমন মঞ্চে উঠে পঃ বঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ইসলামিক মন্ত্র পাঠ, নেতাজির জন্ম-জয়ন্তীর দিন রাষ্ট্রপতির ভুল ছবিতে মালা পোড়ানো ও শ্রদ্ধা জ্ঞাপন, প্রজাতন্ত্র দিবসের দিন ট্র্যাক্টর মার্চের দিন জাতীয় পতাকা ও খালিস্তানি পতাকা নিয়ে ভাইরাল দাবিগুলোর আসল তথ্য জানুন আমাদের আজকের প্ৰতিবেদনে।

মঞ্চে দাঁড়িয়ে ইসলামের দোয়ার মন্ত্র পাঠ করলেন মমতা ব্যানার্জী?
২০১৮ সালের বর্ধমানে মাটি উৎসবে মমতা ব্যানার্জী নিজের বক্তব্য পেশ করার পর হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান সকল ধর্মকে উদ্দেশ্য করে সেই ধর্মের ধর্মীয় স্তোত্র পাঠ করেন, যদিও বিজেপির সোশ্যাল মিডিয়াতে থেকে ভিডিওটি কাট-ছাট করে শুধু মাত্র ইসলামিক দোয়া পাঠের অংশটি তুলে ধরা হয়েছে ।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

লালকেল্লায় জাতীয় পতাকার জায়গায় উড়লো খালিস্তানি পতাকা?
২৬শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লীর লাল কেল্লায় কৃষক আন্দোলনের বিক্ষোভকারীদের দ্বারা টাঙ্গানো পতাকা নিয়ে নানা রকম দাবি উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। জাতীয় পতাকার জায়গায় খালিস্তানি পতাকা লাগানো হয়েছে বলে দাবি করা হলেও এই দাবি সম্পূর্ণ ভুল ।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

নেতাজির ভুল ছবিতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি?
দাবি করা হয়েছে ২৩শে জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কভিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসুর ভুল ছবিতে ওনার জন্মদিনের দিন শ্রদ্ধা জানিয়েছেন ,যদিও এই দাবি সঠিক নয়, কারণ ছবিটি প্রকৃত পক্ষ্যে নেতাজিরই।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

চীনে চলতে শুরু করলো ভাসমান ট্রেন?
চীনের দ্রুততম ট্রেন ম্যাগলেভের নামে শূন্যে ভাসমান ট্রেনের পুরোনো ভিডিও এই ম্যাগলেভ ট্রেনের সাথে জুড়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

লালকেল্লায় ট্র্যাক্টর মার্চে জাতীয় পতাকা ও সংবিধানের অপমান করা হয়েছে?
ভারতে ১৯৮৪ সালে শিখ গণহত্যা ও কৃষক আন্দোলনের প্রতিবাদে আমেরিকাদের শিখেরদের সমাবেশে ভারতীয় পতাকা ও সংবিধানের অবমাননা করার ভিডিও প্রজাতন্ত্র দিবসের দিন লাল কেল্লায় ট্র্যাক্টর মার্চের নাম সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।