Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
এবিপি আনন্দের নাম ও লোগো সম্বলিত একটি নিউজ কার্ড। যাতে লেখা রয়েছে, “সমীকে গররাজি সঙ্ঘ নিষিদ্ধপল্লীতে সমীকের রোজের যাতায়াত” (Samik Bhattacharya)।

ভাইরাল নিউজ কার্ডটিতে বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতির (West Bengal BJP President) নামের বানান ‘শমীক’-এর বদলে ‘সমীক’ লেখা হয়েছে। কিন্তু এবিপি আনন্দে প্রকাশিত অন্যান্য প্রতিবেদনে নাম রয়েছে- শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
ফলে ভাইরাল নিউজ কার্ডটির সত্যতা নিয়ে আমাদের মনে সন্দেহ তৈরি হয়। সেজন্য এবিপি আনন্দের সমস্ত সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখা হয় এবং কোন জায়গায় ভাইরাল নিউজকার্ডটি দেখতে পাওয়া যায়নি।
এরপর আমাদের নজরে পড়ে যে, ভাইরাল নিউজ কার্ডটি নিয়ে, গত ২ জুলাই, ABP Ananda-র ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন। সেখানে সংবাদমাধযমটির তরফে স্পষ্ট ভাষায় ভাইরাল নিউজকার্ডটিকে ‘ভুয়ো’ বলে দাবি করা হয়েছে।

সেখানে লেখা হয়েছে, “এরইমধ্যে এবিপি আনন্দর সোশাল মিডিয়া কার্ডের লেয়ার চুরি করে জনৈক ফেসবুক ইউজার বিকৃত তথ্য ছড়ানোর চেষ্টা করেছেন। একটি বিকৃত লাইন লিখে ছবি তৈরি করে তা অসৎ উদ্দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায়। যার সঙ্গে এবিপি লাইভ ডিজিটাল প্ল্যাটফর্মের কোনও সম্পর্ক নেই। শুধু তা-ই নয়, বিজেপির নতুন রাজ্য সভাপতি হতে চলা শমীকের চরিত্র হননেরও চেষ্টা করা হয়েছে ওই ছবিতে।
সোশাল মিডিয়ায় বিকৃত একটি ছবি Partha Nandi নামে জনৈক ফেসবুক অ্যাকাউন্ট হোল্ডারের একটি লিঙ্ক আমাদের চোখে পড়ে। যেখানে এবিপি আনন্দের সোশাল মিডিয়া লেয়ারকে বিকৃত করে একটি সোশাল মিডিয়া কার্ড তৈরি করা হয়েছে এবং ফেসবুকে তা আপলোড করা হয়েছে। যে লাইনটি এবিপি আনন্দ ডিজিটালের লাইন নয়, এবং কোনও রুচিশীল মানুষের ব্যবহৃত লাইনও নয়। এবিপি আনন্দ ও এবিপি লাইভ বাংলার কোনও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের কোনও লাইন ব্যবহারের প্রশ্নই ওঠে না।”

এখান থেকেই স্পষ্ট হয় যে, এবিপি আনন্দের নাম ও লোগো ব্যবহার করে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে নিয়ে, সোশ্যাল মিডিয়ায় যে কুরুচিকর নিউজ কার্ডটি ভাইরাল হয়েছে, সেটা ভুয়ো।
Sources
Report by ABP Ananda, dated July 2, 2025
Tanujit Das
October 9, 2025
Tanujit Das
October 8, 2025
Tanujit Das
September 19, 2025