Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
বাংলাদেশে খুন হওয়া হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের শেষ মুহূর্তের ভিডিয়ো।
ভাইরাল ভিডিয়োটি অন্য একটি ঘটনার এবং তার সঙ্গে দীপু চন্দ্র দাসের সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
ধর্ম অবমাননার অভিযোগে বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং তার দেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এর ফলে, ওপাড়া বাংলায় ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তবে প্রতিবেদন অনুযায়ী, পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এখনও পর্যন্ত ধর্ম অবমাননার কোনও প্রমাণ খুঁজে পায়নি।
এরই মধ্যে, একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে, পুলিশ এক ব্যক্তিকে টেনে নিয়ে যাচ্ছে এবং ওই ব্যক্তিটি কাঁদছে। ভিডিয়োটিকে পোস্ট করে দাবি করা হয়েছে যে, সেটি দীপু চন্দ্র দাসের শেষ মুহূর্তের ভিডিয়ো।

Evidence
রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ১৮ নভেম্বর, ২০২৫ তারিখ, বাংলাদেশের সংবাদমাধ্যম ভোরের কাগজের একটি ফেসবুক পোস্টের সন্ধান পাওয়া যায়, সেখানেও একই ভিডিয়ো ছিল। পোস্টের ক্যাপশনে জিজ্ঞাসা করা হয়েছিল: “কি গয়েছিলো ঢাকা কলেজের এই শিক্ষার্থীর সাথে?”
এর থেকে প্রমাণিত হয় যে, ক্লিপটি পুরনো এবং ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের সঙ্গে কোনও যোগ নেই।

১৮ নভেম্বর, ২০২৫ তারিখ, দৈনিক সকালের শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা যায় যে, পুলিশ ওই ব্যক্তিকে রিকশায় চড়ে চলে যেতে বলছে। পোস্ট অনুসারে, ঘটনাটি ঘটেছে ধানমন্ডিতে।
বার্তা বাজার , ১৭ নভেম্বর, ২০২৫ তারিখের একটি পোস্টে, লোকটিকে ঢাকা কলেজের ছাত্র হিসেবে শনাক্ত করেছে। এছাড়াও, এনপিবি নিউজের ফুটেজ থেকে জানা গিয়েছে যে, ভাইরাল ক্লিপে থাকা ব্যক্তির নাম “আব্দুল মোমিন”।
ভিডিয়োতে থাকা সূত্র থেকে জানা যায়:

দীপু চন্দ্র দাসকে ঢাকায় নয়, ময়মনসিংহে হত্যা করা হয়েছিল। ফলে বোঝা যাচ্ছে যে ভাইরাল দাবিটি মিথ্যা।
ভিডিয়োটি যাচাই করার জন্য, নিউজচেকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী মহাপরিদর্শক শাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের জানান যে, ভাইরাল ক্লিপের ঘটনাটি ঢাকার ধানমন্ডি-৩২-এর এবং দীপু চন্দ্র দাসের সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
Verdict
এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি অন্য একটি ঘটনার এবং তার সঙ্গে দীপু চন্দ্র দাসের সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
Sources
Facebook Post By Bhorer Kagoj, Dated November 18, 2025
Facebook Post By Dainik Sokal, Dated November 18, 2025
Facebook Post By Barta Bazaar, Dated November 17, 2025
Facebook Post By NPB News, Dated November 18, 2025
Conversation With Assistant IG, DMP, Shadat Hossain On December 24, 2025
Tanujit Das
December 22, 2025
Tanujit Das
December 20, 2025
Tanujit Das
December 19, 2025