Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
হাসনাত আব্দুল্লাহর হুমকির পর, ভারতীয় দূতাবাসে হামলা করেছে কয়েকজন সন্ত্রাসী।
ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং অন্য একটি ঘটনার। সেটার সঙ্গে হাদির মৃত্যু পরবর্তী অশান্তি বা হাসনাত আব্দুল্লার হুমকির কোনও সম্পর্ক নেই।
বাংলাদেশের ভারত-বিরোধী ছাত্রনেতা ওসমান হাদিকে সম্প্রতি গুলি করে হত্যা করা হয়েছে। এরপর, ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্য, যাদের একসঙ্গে ‘সেভেন সিস্টার্স’ বলা হয়, ভারত থেকে তাদের আলাদা করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। হুমকি দিয়েছে, বাংলাদশের ছাত্র আন্দোলনের এক মুখ তথা নতুন রাজনৈতিক দল এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ।
এরপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে যে, একটি জমায়েতকে লাঠি উচিয়ে ছত্রভঙ্গ করছে পুলিশ। দৌঁড়তে গিয়ে একজন পুলিশ কর্মীকে পড়ে যেতে এবং লাঠিচার্জ করতেও দেখা গিয়েছে। সেই ভিডিয়ো ফেসবুকে পোস্ট করে কেউ কেউ দাবি করেছে যে, হাসনাত আব্দুল্লাহর হুমকির পর, ভারতীয় দূতাবাসে হামলা করেছে কয়েকজন সন্ত্রাসী।

Evidence
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২৫ নভেম্বর, ২০২৫ তারিখ, বাংলাদেশি সংবাদমাধ্যম Bd Live .com24-এর অফিসিয়াল ফেসবুক পেজে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “বিসিএস শিক্ষার্থীদের দাওয়া দিতে গিয়ে পড়ে গেলেন পুলিশ”।

সেই সূত্র ধরে সার্চ করলে আরও এক বাংলাদেশি সংবাদমাধ্যম The Daily Star-এর প্রতিবেদন থেকে জানা যায় যে, ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা পিছনোর দাবিতে ঢাকার শাহবাগে বিক্ষোভ করেছিল পরীক্ষার্থীরা। সেখান তাদের সঙ্গে পুলিশের বিরোধ বেধেছিল। ছাত্ররা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে, পুলিশ বাধা দিয়েছিল। অভিযোগ, পুলিশের দিকে পাথর ছোঁড়া হয়েছিল। পাল্টা পুলশ জলকামান ও লাঠি চার্জ করে জমায়েতকে ছত্রভঙ্গ করেছিল।
Prothom Alo ও Ekushey Tv মতো সংবাদমাধ্য়মেও একই খবর প্রকাশিত হয়েছিল।
প্রসঙ্গত, শরিফ ওসমান হাদির মৃত্য়ুর পর থেকে সমগ্র বাংলাদেশে যে বিক্ষোভ শুরু হয়েছে, তার আঁচ পড়েছে চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাইকমিশনের বাসভবনে। সেখানে ১৮ ডিসেম্বর রাতে বিক্ষোভ দেখানো হয়। পরে, পুলিশ বিক্ষোভকারীদের হটায়। এই পরিস্থিতিতে গুলশানে ভারতীয় দূতাবাসের নিরাপত্তাও জোরদার করা হয়।
Verdict
এখান থেকে প্রমাণিত যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং অন্য একটি ঘটনার। সেটার সঙ্গে হাদির মৃত্যু পরবর্তী অশান্তি বা হাসনাত আব্দুল্লার হুমকির কোনও সম্পর্ক নেই।
Sources
Facebook post by Bd Live .com24
Report by The Daily Star, Prothom Alo, Ekushey Tv
Tanujit Das
December 20, 2025
Tanujit Das
December 19, 2025
Tanujit Das
December 17, 2025