Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
মারধরের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাি করা হয়েছে যে, অসমের বিজেপি বিধায়ক, দলেরই এক কার্যকর্তাকে পেটাচ্ছেন।
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, চলতি বছরের ১৯ মার্চ, একই ভিডিয়ো The Assam Tribune-এর ইনস্টাগ্রাম অ্যাকাইন্টে আপলোড করা হয়েছিল। সেখান থেকে জানা যায় যে, ভিডিয়োতে যাকে মাপরধর করতে দেখা যাচ্ছে তিনি, অসমের বিলাসিপাড়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শামসুল হুদা এবং যাঁকে হনস্থা করতে দেখা যাচ্ছে, তিনি পেশায় একজন কনট্রাক্টর ক্লার্ক, নাম শাহিদুর রহমান। ডাইখোয়া মার্কেটে একটি ব্রিজ উদ্বোধনের সময় ঘটনাটি ঘটেছিল।
India Today North East-এর প্রতিবেদন থেকে জানা যায় যে, শামসুল হুদা হলেন AIUDF দলের বিধায়ক। ঘটনার প্রতিবাদ করে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।
অসম বিধানসভার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকেও স্পষ্ট হয় যে, শামসুল হুদা বিজেপির বিধায়ক নন। বরং তিনি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটেকি ফ্রন্টের (AIUDF) বিধায়ক।
Sources
Post by The Assam Tribune, Dated March 19, 2025
Assam Bidhansabha.org
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z
Tanujit Das
July 4, 2025
Tanujit Das
July 2, 2025
Tanujit Das
June 24, 2025