Tuesday, February 18, 2025
বাংলা

Fact Check

বাজারে বিক্রি হচ্ছে প্লাস্টিকের তৈরী নকল ডিম? ভাইরাল এই দাবির সত্যতা জানুন 

Written By Paromita Das
Nov 14, 2022
banner_image

সম্প্রতি কিছু অনলাইন মিডিয়ার ফেসবুক পেজ থেকে ভিডিওর মাধ্যমের দাবি করা হয়েছে বাজারে বিক্রি হচ্ছে প্লাস্টিকের তৈরী নকল ডিম, সেই ডিম নাকি এমনই দেখতে যার সাথে আসল ডিমের পার্থক্য নেই বললেই চলে। খালি চোখে বোঝা দায় কোনটি আসল আর কোনটি নকল ডিম। 

বাজারে বিক্রি হচ্ছে প্লাস্টিকের তৈরী নকল ডিম image 1
Courtesy: Facebook/banglahunt

ভিডিওতে আরো বলা হয়েছে গ্রাহকদের বোকা বানানোর উদ্দেশ্যেই এই ডিম বাজারে বিক্রি করছে দোকানদারেরা। আরো দাবি করা হয়েছে এই ডিম প্রস্তুত করছে ভারতের প্রতিবেশী দেশ চীন। প্রযুক্তিতে উন্নত এই দেশ এখন মানব দেহের স্বাভাবিক সঞ্চালন প্রক্রিয়াকেও নষ্ট করতে চাইছে। প্লাস্টিকের তৈরী নকল ডিম খেলে নাকি মানুষের লিভারের কাজকর্ম বিঘ্নিত হবে।  

বাজারে বিক্রি হচ্ছে প্লাস্টিকের তৈরী নকল ডিম image 2
Courtesy: facebook/eikolkatanews

Fact check / Verification 

বাজারে বিক্রি হচ্ছে প্লাস্টিকের তৈরী নকল ডিম এই দাবিটির সত্যতা জানার জন্য গুগলে কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা The Hindu ২০১৭ সালের একটি রিপোর্ট পাই। এই রিপোর্টে বলা হয়েছে FSSAI বাজারে এই নকল ডিমের দাবিটি ছড়ানোর পর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ডিম জোগাড় করেছে এবং সেগুলোকে পরীক্ষার জন্য মাদুরাইতে পাঠিয়েছে। পরে জানা গিয়েছে আসল ডিমের মধ্যে যে যে পুষ্টিকর গুন্ থাকে যেমন প্রোটিন, কোলেস্টরল, সোডিয়াম, ফ্যাট এই সবই পরীক্ষা করা পাওয়া গিয়েছে। এমনকি ডিমের খোলাটিকেও পরীক্ষা করে দেখা গিয়েছে সেটির মধ্যেও কোনো বিধর্মী পদার্থ নেই। 

বাজারে বিক্রি হচ্ছে প্লাস্টিকের তৈরী নকল ডিম image 3

মিডিয়া রিপোর্ট ছাড়াও আমরা FSSAI এর ২০১৮ সালের ১৪ই অগাস্টের একটি বিজ্ঞপ্তি পাই। এখানে প্লাস্টিকের ডিম বা নকল ডিমের দাবীটিকে স্রেফ ভ্রান্ত ধারণা বলা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে সম্প্রতি প্লাস্টিকের ডিম বা নকল ডিমের একটি ধারণা জন্মেছে, যেটি সম্পূর্ণ ভুল। ডিমকে সঠিক ভাবে চেনার পদ্ধতি হলো ডিমটি কত দিনের, খুব বাসি কিনা, বা দোকানি ডিমগুলোকে কিভাবে তার দোকানে রাখছে। বেশি দিনের ডিম খাওয়া শরীরের পক্ষে উচিত নয় এবং সেটিকে সঠিক ভাবে খাওয়ার পরামর্শই দিয়েছে FSSAI. মূলত ভারতীয় সমাজের প্রতি স্তরের মানুষের ঘরেই সস্তায় পুষ্টিকর খাবার রূপে ডিম খাওয়া হয়। সেই ডিমের মধ্যে রয়েছে প্লাস্টিক – এটি যথেষ্ট চিন্তাদায়ক বিষয়। ক্রেতা যাতে বিভ্রান্ত না হয় FSSAI তাই পরীক্ষামূলক ব্যবস্থার দ্বারা যাচাই করেছে প্লাস্টিক ডিমের সত্যতা।  

অন্যদিকে ভিডিওতে আমার বেশকিছু ডিমের মতো দেখতে থকথকে বস্তু দেখি। Google এ খোঁজার পর আমরা Amazon, Flipkart এর ওয়েবসাইটে বেশকিছু নকল বা রবারের ডিম পাই যেগুলো মূলত বাচ্চাদের খেলার জন্য কেনা হয়ে থাকে। ভাইরাল ভিডিওতে দেখি এই ধরণের খেলনার বেশকিছু ছবি তুলে ধরে তাকে নকল ডিমের তকমা দেওয়া হয়েছে, যেগুলো সম্পূর্ণ ভুল। যদিও আমরা সম্পূর্নই ভিডিওটি কথা থেকে নেওয়া হয়েছে তা যাচাই করিনি।

বাজারে বিক্রি হচ্ছে প্লাস্টিকের তৈরী নকল ডিম image 4

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বাজারে বিক্রি হচ্ছে প্লাস্টিকের তৈরী নকল ডিম এই দাবিটি ভুল। অনেক আগেই FSSAI বাজারে বিক্রিত ডিমের পরীক্ষা করে জানিয়েছে এই ধরণের ডিম ভারতের মার্কেটে এখনও পাওয়া যায়নি।  

Result: False

Our Sources

FSSAI notice published on 14th Aug 2018
The Hindu report published on 19th April 2017
Flipkart


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
আপুনি যদি কোনো দাবীৰ সত্যতা যাচাই কৰিব বিচাৰে, প্ৰতিক্ৰিয়া দিব বিচাৰে বা অভিযোগ দাখিল কৰিব বিচাৰে, তেন্তে আমাক WhatsApp কৰক 9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. আপনি সম্পর্ক করতে এবং ফর্ম পূরণ করতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,151

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।