গত ৩ মার্চ ২০২৫ তারিখ, এসএসসি নিয়োগ মামলায় (West Bengal SSC Case) সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্জের নির্দেশে, এক ধাক্কায় চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের। যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা।
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, বাংলা সংবাদমাধ্যম ‘বর্তমান’তে প্রকাশিত একটি প্রতিবেদনের স্ক্রিনশট। যেখানে ব্যবহৃত ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক ফ্রেমে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে দেখতে পাওয়া যাচ্ছে এবং খবরের শিরোনাম লেখা রয়েছে, “ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ssc প্যানেল বাতিল করার পর রাতে প্রধানমন্ত্রী বাসভবনে সাক্ষাৎ। দিল্লি থেকে রাজ্যসভার এমপি অফার।” একই দাবি-সহ অনেকেই স্ক্রিনশটটি ফেসবুকে পোস্ট করেছেন।

Fact Check/ Verification
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ২৬ নভেম্বর, একই ধরনের একটি ভি়ডিয়ো প্রকাশ করেছিল সংবাদ সংস্থা ANI। সেখান থেকে জানা যায় যে, সুপ্রিম কোর্টে সংবিধান দিবস পালনের অনুষ্ঠানে যোগদান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রধানমন্ত্রীকে এক বন্দির আঁকা ছবি উপহার দিয়েছিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
দেশের আরও একটি সংবাদ সংস্থা PTI-তে একই সময়ে, একই তথ্য-সহ ভিডিয়োটি প্রকাশিত হয়েছিল। অর্থাৎ এখান থেকে বোঝাই যাচ্ছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ছবিটি পুরনো।
৩ মার্চ এসএসসি মামলার (West Bengal SSC Case) রায় দিয়েছিল দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্জ।
এরপর সার্চ করলে জানা যায় যে, BIMSTEC সামিটে যোগ দেওয়ার জন্য থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিনি যাবেন শ্রীলঙ্কা সফরে। ৩ মার্চ ভোরবেলা, এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করে সেই কথা জানিয়েছিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
একই সময়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকেও একই করা হয়েছিল।
DD News, Times of India ও The Print ওয়েবসাইটেও একই খবর প্রকাশিত হয়েছিল।
‘বর্তমান’ সংবাদ মাধ্যমের ওয়েবসাইট ও ই-পেপার খুঁজে, ভাইরাল স্ক্রিনশটটি সংক্রান্ত কোনও খবর খুঁজে পাওয়া যায়নি।
Conclusion
এখান থেকে স্পষ্ট যে, এসএসসি প্যানেল বাতিল হওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ ও প্রধান বিচারপতিকে রাজ্যসভার সাংসদ পদ অফার করার দাবিটি ভুয়ো।
Sources
Report by ANI, Dated November 26, 2024
Report by PTI, Dated November 26, 2024
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z