২০১৬ সালের এসএসসি শিক্ষক নিয়োগ মামালায় (West Bengal SSC Teacher Recruitment Scam 2016) সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক। যা নিয়ে এখন বঙ্গ সমাজে চর্চা তুঙ্গে। শুরু হয়েছে রাজনীতিক তরজাও। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বক্তব্যের একটি ভিডিয়ো। যেখানে মঞ্চ থেকে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “ছোট, বড়, মাজারি, মেজো, সেজো, যেকটা নেতা আছে আপনার ব্লকে। তাঁদের একটা তালিকা তৈরি করুন। এদের বাড়ি ঘেরাও করুন। বাড়িতে ঢুকবেও না, বেরবেও না। গণঘেরাও।”
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, চাকরি দেওয়ার নাম করে যে তৃণমূল নেতারা সাধারণ মানুষের থেকে টাকা নিয়েছে। তাদের বাড়ি ঘেরাওয়ের নিদান দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে কেউ কেউ লিখেছেন, “যারা চাকরি হারিয়েছে তারা চোর তোলামূল নেতাদের বাড়ি ঘেরাও করে টাকা ফেরত নিন….ভাইপো”

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে, সেখান থেকে পাওয়া তথ্যর ভিত্তিতে ইন্টারনেটে “বাড়ি ঘেরাও করুন অভিষেক” লিখলে, আসল ভিডিয়োটি খুঁজে পাওয়া যায়।
২০২৩ সালের ২১ জুলাই ETV Bharat ওয়েবসাইটে প্রকাশিত খবরে লেখা হয়েছিল, “শুক্রবার একুশে জুলাইয়ের সমাবেশে উপস্থিত কর্ম-সমর্থকদের উদ্দেশে অভিষেক বলেন, “বিজেপির সব নেতাদের নিয়ে একটি তালিকা তৈরি করুন ৷ ব্লক থেকে শুরু করে সব স্তরের নেতাদের সেই তালিকায় রাখবেন ৷ এরপর আগামী 5 অগস্ট সেই বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন ৷ সকাল 10টা থেকে সন্ধে 6টা – আট ঘণ্টা ধরে ঘেরাও চলবে ৷ বয়স্কদের ছাড় দেবেন ৷ ওই সময় বিজেপি নেতারা বাড়িতে ঢুকতে ও বেরোতে পারবেন না ৷ কারও গায়ে হাত দেবেন না ৷ প্ররোচনায় পা দেবেন না ৷ শান্তিপূর্ণ ভাবে ঘেরাও করবেন ৷ 341টা ব্লক, 127টি মিউনিসিপালিটির ওয়ার্ড, টাউন সর্বত্র গণঘেরাও করুন ৷”
২০২৩ সালের ২২ জুলাই, ABP Ananda-র ইউটিউব চ্যানেলে আসল ভিডিয়োটি খুঁজে পাওয়া যায়। ওই ভিডিয়োতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলতে শোনা যায়, “৫ অগাস্ট এদের বাড়ি ঘেরাও হবে। আর তারপর এরা যার পা ধরে রাজনীতি করছে দিল্লিতে তাঁর দফতরও ঘেরাও হবে। আগামী ৫ অগাস্ট, শনিবার। বিজেপির ছোট, বড়, মাজারি, মেজো, সেজো। বুথ থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে, ব্লক থেকে বিধানসভা থেকে, জেলা থেকে রাজ্য। যেকটা নেতা আছে আপনার ব্লকে, তাঁদের একটা তালিকা তৈরি করুন। আগামী ৫ অগাস্ট, শনিবার শান্তিপূর্ণ ভাবে এদের বাড়ি ঘেরাও করুন। বাড়িতে ঢুকবেও না, বেরবেও না। গণঘেরাও।”
Conclusion
অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে, তৃণমূল নয়, বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের নিদান দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Sources
Report by ETV Bharat, Dated July 21, 2023
Video by ETV Bharat, Dated July 22, 2023
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z