Claim
২০১৬ সালের এসএসসি নিয়োগ মামলায় (West Bengal SSC Teacher Recruitment Scam 2016) চাকরিহারা শিক্ষকদের চায়ের দোকান খোলার পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

Fact
ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে দেখা যায় যে, ২০২৫ সালের ২১ জানুয়ারি একই ভিডিয়ো ABP Ananda-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছিল।
ওই ভিডিয়োতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে। ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়। এদিকে লক্ষ্য রাখবেন। ভাইয়েরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও, চা-বিস্কুট-ঘুগনি, ইনকাম খারাপ হয় না – চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসত লক্ষ্মী। কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন। পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা ১০ লক্ষ ছেলেমেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে, খুব শীঘ্রই – যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন।”
একই দিনে Mamata Banerjee-র অফিসিয়াল ফেসবুক পেজেও গোটা অনুষ্ঠানের ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল।
অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে, সম্প্রতি চাকরিহারা ২৬ হাজার শিক্ষককে চায়ের দোকান খোলার পরামর্শ দেননি মুখ্যমন্ত্রী। ভাইরাল ভিডিয়োটি পুরনো।
Result: Misleading
Sources
Video by ABP Ananda, Dated January 21, 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z