Sunday, December 21, 2025

Fact Check

Fact Check: চাকরিহারা শিক্ষকদের চায়ের দোকান খোলার পরামর্শ মুখ্যমন্ত্রীর! ভাইরাল দাবির পিছনের সত্যিটা আসলে কী?

Written By Tanujit Das, Edited By Chayan Kundu
Apr 9, 2025
banner_image

Claim

২০১৬ সালের এসএসসি নিয়োগ মামলায় (West Bengal SSC Teacher Recruitment Scam 2016) চাকরিহারা শিক্ষকদের চায়ের দোকান খোলার পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

Fact

ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে দেখা যায় যে, ২০২৫ সালের ২১ জানুয়ারি একই ভিডিয়ো ABP Ananda-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছিল। 

ওই ভিডিয়োতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে। ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়। এদিকে লক্ষ্য রাখবেন। ভাইয়েরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও, চা-বিস্কুট-ঘুগনি, ইনকাম খারাপ হয় না – চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসত লক্ষ্মী। কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন। পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা ১০ লক্ষ ছেলেমেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে, খুব শীঘ্রই – যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন।”

একই দিনে Mamata Banerjee-র অফিসিয়াল ফেসবুক পেজেও গোটা অনুষ্ঠানের ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। 

অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে, সম্প্রতি চাকরিহারা ২৬ হাজার শিক্ষককে চায়ের দোকান খোলার পরামর্শ দেননি মুখ্যমন্ত্রী। ভাইরাল ভিডিয়োটি পুরনো। 

Result: Misleading

Sources
Video by ABP Ananda, Dated January 21, 2025 

ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z

RESULT
imageMisleading
image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,641

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage