রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkরাজধানীর লালকেল্লায় জাতীয় পতাকার জায়গায় লাগানো হয়নি খালিস্তানি পতাকা, শিখ সম্প্রদায়ের পতাকা...

রাজধানীর লালকেল্লায় জাতীয় পতাকার জায়গায় লাগানো হয়নি খালিস্তানি পতাকা, শিখ সম্প্রদায়ের পতাকা নিয়ে ছড়ালো ভুল দাবি

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

গতকালের কৃষক ট্র্যাক্টর মার্চের পর থেকে সারা দেশ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত উত্তাল হয়ে রয়েছে। দিল্লী পুলিশ ও কৃষকদের মধ্যে খন্ড যুদ্ধের ছবি, ভিডিও, খবর সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে সব থেকে চর্চার বিষয় হয়ে উঠেছে যে তা হলো কৃষক আন্দোলনে থাকা কিছু আন্দোলনকারীরা দিল্লীর লালকেল্লায় ভারতের জাতীয় পতাকার স্থানে খালিস্তানি পতাকা লাগিয়েছে। এই আন্দোলন শুরু হওয়ার সময় থেকেই অনেকেই এই আন্দোলনকে খালিস্থানি আন্দোলন বলেও আখ্যা দিয়েছে। 

https://fb.watch/3h9Zqesw5T/
https://www.facebook.com/photo?fbid=1094080337723210&set=bc.AbpQgUiAJs5CpUwyrLMRRxfNB9FSJK5iCWr7sB9DlHrYgJ_eTzs5HPMu1ntf2CosQpA_SjwI5f0h8pu6Iz3N-Gyz4nTs0zb0n3riRqNJZ5OfkO1feIaF6mDuwfIVQ9Pe4rr4gZCIaAoa2FXObtPchXxF&opaqueCursor=Abo7G5U__56KFqsGrs99pbbTRoDRG1yCIBQIRJBSjkU0VRMT3vDTD3xBvg8sC0T_JI1sTphOdJMYHrJoeSWB2VgpJLCpd3e0X1461OZBzliL3lh0CmwagmUBvpnsVtTBrbRbmMJTjy6B3v39hyxScWW6r5G-ax6FBicShZaXn6fh7PKjFL8OSeYJ2znZ6AXUaRRqGT2uj_1ZY7CS7ZgTxOZxYl1DOJrEAZA1DtjJg0kw7wl4e-wd4QsBBn5XaIHx5SHO_BXk5cj4mjTW_PF3efhXlsfLUxWZJIfw3fEcFaRjD3Yz6qICf29yz95T1sz_AtPhfKWJNHHFBjeSAoN17HeBsJQxCTRVqVqs1OtKhEwR8R6btSxc9T1OPh8tTFYTyNhX21533XSD2VzR8ZphPiRuqfOrwwd3ZBEZaZtGKF5YwtXd-5tZEaEN88SZF0UOxCSmrtIeIfwvfineKZgx_TopUxbI0h3PTLeBe8cCTjQBCTTmjUV2kvEQ4maJ9H_xtLSqfwBLkrI1sNznOeuU2lv0kEKUwSPxtBacj1OZcna9yI10jIsXP9qq4bx8x3V6qT4

Fact check / Verification 

প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লীর লালকেল্লায় জাতীয় পতাকা সরিয়ে খালিস্তানি পতাকা লাগায়নি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ভুল দাবি। গুগলে খোঁজার পর ANI, BBC, Financial Express এর রিপোর্ট অনুসারে জানা যায় গেরুয়া রঙের যে পতাকা লালকেল্লায় লাগানো হয়েছে তা Nishan Sahib এর পতাকা। এই নিশান সাহেবের পতাকা আমরা সমস্ত গুরুদ্বারে দেখে থাকি। এই নিশান সাহেব পতাকা শিখদের পবিত্র ও উচ্চতর ধ্বজা রূপে পরিচিত। 

আন্দোলনকারীরা  যে পতাকাটি উত্তোলন করেছিল তাকে “নিশান সাহেব” বলা হয়, এটি ত্রিভুজাকার পতাকা যা শিখ ধর্মের প্রতিনিধিত্ব করে এবং শিখদের কাছে পবিত্র। গেরুয়া রঙের এই পতাকার প্রতীকটিতে একটি ‘খন্দ’,  দুটি ধারার তরোয়াল, চক্র, এবং দুটি কিরপান রয়েছে যার  হ্যান্ডলগুলি একে অপরকে অতিক্রম করেছে। পতাকাটি একটি দণ্ডের মধ্যে লাগানো থাকে যার মাথায় একটি ছুরি বসানো থাকে। 

Conclusion 

২৬শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লীর লাল কেল্লায় কৃষক আন্দোলনের বিক্ষোভকারীদের দ্বারা টাঙ্গানো পতাকা নিয়ে নানা রকম দাবি উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। জাতীয় পতাকার জায়গায় খালিস্তানি পতাকা লাগানো হয়েছে বলে দাবি করা হলেও এই দাবি সম্পূর্ণ ভুল কারণ জাতীয় পতাকা নিজের জায়গাতেই অবস্থান করছে এবং খালিস্তানি নয়, শিখদের পবিত্র পতাকা Nishan Sahib পতাকা লাগানো হয়েছে লালকেল্লায়। 

Result – Fake

Our sources

Google search – https://www.google.com/search?q=Nishan+sahib+flag&source=lmns&bih=722&biw=1536&hl=en&sa=X&ved=2ahUKEwiPj9DPobzuAhVMlUsFHWMYClYQ_AUoAHoECAEQAA

BBC Hindi – https://twitter.com/BBCHindi/status/1354134000063930369

ANI – https://twitter.com/ANI/status/1353999396136919041

Financial Express – https://www.financialexpress.com/india-news/republic-day-showdown-protestors-occupy-hoist-flags-from-the-ramparts-of-red-fort/2179076/

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular