দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মালদহের মোথাবাড়ি এলাকা। একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে হিন্দুদের ঘর-বাড়ি ও দোকান ভাঙচুরের অভিযোগ করেছে বিজেপি।
এই ঘটনার জন্য রাজ্যের শাসক দলের তোষণনীতি দায়ী বলে ফেসবুকে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে একটি ভিডিয়ো যেখানে, একদল লোককে ভাঙচুর ও অগ্লিসংযোগ করতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি মালদহের মোথাবাড়ির বলে দাবি করেছেন নেটিজেনদের একাংশ।

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োর একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা গিয়েছে যে, ২০২৩ সালের ২৭ নভেম্বর, Prothom Alo-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “সিলেটে অবরোধের সমর্থনে মশালমিছিল ও যানবাহন ভাঙচুর”। ওই প্রতিবেদন থেকে আরও জানা গিয়েছে যে, ওই সময় বাংলাদেশের সিলেটে বনধ ডেকেছিল তৎকালীন বিরোধী দল বিএনপি। সেই বনধের সমর্থনে এলাকায় মশাল মিছিল করেছিল বিএনপি সমর্থকরা। কিন্তু পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। দোকান-ঘর-যানবাহনে আগুন লাগানোর ঘটনা ঘটেছিল।
Prothom Alo-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিয়োটির ‘মীর সিরামিক লিমিটেড খান এম্পোরিয়াম’ নামের একটি দোকানকে স্পষ্ট দেখা যাচ্ছে। Google Map-তে সেই দোকানটির খোঁজ করলে দেখা যায় যে, সেটি সিলেটেই অবস্থিত এবং দুটো ভিডিয়োতে যে দোকান-ঘরটিকে দেখতে পাওয়া যাচ্ছে, সেগুলো হুবহু এক।

আরও খুঁজলে দেখা যায় যে, ভাইরাল ভিজিয়োটিকে ফেক দাবি করে নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে West Bengal Police।
Conclusion
এখন নিশ্চিত হয়ে বলা যায় যে, ভাইরাল ভিডিয়োটি মালদহের মোথাবাড়ির নয়। সেটি ২০২৩ সালে, বাংলাদেশের সিলেটে হওয়া একটি ঝামেলার ভিডিয়ো।
Sources
Video by Prothom Alo, Dated November 27, 2023
X Post by West Bengal Police, Dated March 28, 2025
Google Map
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z