Claim
গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মালদহের মোথাবাড়িতে মুসলিমদের হাতে আক্রান্ত বৃহন্নলারা।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৫ সালের ৩০ মার্চ, ABCNews24 নামের একটি ইউটিুব চ্যানেলে একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ঈদ বাজারে হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ।”
সেই সূত্র ধরে সার্চ করলে দেখা যায় যে, Rtv-র অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেও একই সময়ে ভিডিয়োটি, একই তথ্য-সহ পোস্ট করা হয়েছিল।
অতএব এখন বোঝাই যাচ্ছে যে, বৃহন্নলাকে মারধরের ভিডিয়োটির মালদহের মোথাবাড়ির নয়। ভিডিয়োটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার।
Source
Video by Rtv, Dated March 30, 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z