শনিবার, এপ্রিল 20, 2024
শনিবার, এপ্রিল 20, 2024

HomeFact CheckFact Check: রোজা রাখলে সেরে যেতে পারে ক্যান্সার? নোবেল জয়ী বিজ্ঞানীর নামে...

Fact Check: রোজা রাখলে সেরে যেতে পারে ক্যান্সার? নোবেল জয়ী বিজ্ঞানীর নামে ছড়ালো ভুয়ো দাবি

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Claim: নোবেল জয়ী জাপানের বিখ্যাত ডাক্তার ওসিনরি ওসুমি দাবি করেছেন উপবাস বা রোজা রাখলে সেরে যেতে পারে ক্যান্সার জীবাণু

Fact: এই দাবিটি মিথ্যা, ডাক্তার ওসিনরি ওসুমি নিজে জানিয়েছেন তিনি উপবাস বা রোজা রাখা নিয়ে এমন কোনো মন্তব্য করেননি 

সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র রমজান এবং এই আবহে ফেসবুকে ভাইরাল দাবি উপবাস বা রোজা রাখলে সেরে যেতে পারে ক্যান্সার। শরীরে ক্যান্সারের জীবাণু দানা বাধলে তা থেকে মুক্তি পাওয়া যেতে পারে উপবাস বা রোজা রাখলে, এমনটাই দাবি করেছেন অটোফেজিতে নোবেল জয়ী ডঃ ওসিনরি ওসুমি। 

Courtesy: Facebook/sourovbd69
Courtesy: Facebook/arbin.roy.756

Fact check / Verification 

উপবাস বা রোজা রাখলে সেরে যেতে পারে ক্যান্সার এই দাবিটি সঠিক নয়। গুগলে খোঁজার পর AFP এর একটি রিপোর্ট পাই। ২০২২ সালের ২৭শে অক্টোবরের এই রিপোর্টে উপবাস বা রোজা রাখলে সেরে যেতে পারে ক্যান্সার এই দাবীটিকে মিথ্যা বলেছে। কীওয়ার্ড দ্বারা খোঁজার পরেও আমরা এমন কোনো রিপোর্ট পাইনি যেখানে এই দাবীটিকে সত্যি বলা হয়েছে।

ডঃ ইয়োশিনরি ওসুমি

এখানেই আমরা Tokyo Institute Of Technology যেখানে ওসিনরি / ইয়োশিনরি ওসুমি বর্তমানে প্রফেসরের পেশায় যুক্ত,এই ওয়েবসাইটে আমরা ডঃ ওসুমির লেখাপড়া, পেশাগত জীবনী ও ২০১৭ সাল পর্যন্ত পাওয়া বিভিন্ন পুরস্কারের তালিকা পাই। ২০১৬ সালে তিনি অটোফ্যাজির জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন। অটোফ্যাজি বা কোষের নিজে থেকে প্রোটিনের পরিমান হ্রাস করা যাতে পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে পারে। তিনি এই কোষের পরীক্ষা করেন ইস্টের উপর। তিনি গবেষণার দ্বারা প্রমান করেছেন ক্যান্সারের মতো মারণ রোগের ক্ষেত্রে কোষের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

অন্যদিকে জানা গিয়েছে সঠিক পদ্ধতি মেনে উপবাস করলে মানব দেহে বেশকিছু পরিবর্তন হয়, যার মধ্যে প্রধান হলো কোষ। এখানে জানিয়ে রাখি উপবাস ও সঠিক পথ্য মেনে খাদ্য গ্রহণের বা ডায়েট  মধ্যে পার্থক্য কি

ডায়েট ও উপবাসের মধ্যে পার্থক্য: 

ডায়েট মানে না খেয়ে থাকা নয়। ডাক্তার বা পুষ্টিবিশেষজ্ঞদের তৈরী করে দেওয়া তালিকা অনুসরণ করে খাবার গ্রহণ করার অর্থ ডায়েট। আমাদের অনেকেরই ধারণা ডায়েট মানে না খেয়ে থাকা, যা মূলত শরীরের অতিরিক্ত ওজন কমানোর জন্য করা হয়। যদিও এটি বিজ্ঞানসম্মত নয়।

 খাবারের তালিকায় পর্যাপ্ত পরিমান প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট থাকলে নানা ধরে রোগ যেমন মহিলাদের স্তন ক্যান্সার, অন্যান্য রোগের সাথে মোকাবিলা করতে সক্ষম হয় আমাদের শরীর। 

অন্যদিকে উপবাস বা রোজা যা নির্জলা থাকতে হয়। জল, ফল বা অন্য কোনো খাবার খাওয়া যায়না একটি নির্দিষ্টি সময় পর্যন্ত। 

ক্যান্সার বর্তমানে সারা বিশ্বের চিকিৎসকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দিনে দিনে ক্যান্সারের বৃদ্ধি ও প্রকারভেদ লক্ষ্য করা যাচ্ছে। ক্যান্সারকে দমন করার প্রক্রিয়াটি যথেষ্ট সীমিত কারণ এটি সম্পূর্ণ ক্যান্সারের টিউমারটিকে নির্মূল করতে পারেনা।ক্যান্সার প্রতিরোধী চিকিৎসা যেমন ক্যান্সার রোধে উপযোগী তেমনি এটি সুস্থ, স্বাস্থকর কোষগুলোর উপর চাপ সৃষ্টি করে। কেমোথেরাপি,রেডিওথেরাপির মতো অটোফ্যাজিও ক্যান্সারের জন্য দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যদিও অকার্যকরী অটোফ্যাজি ক্যান্সারের বৃদ্ধি করে। এই প্রক্রিয়াটি ক্যান্সারের টিউমারকে কমাতে বা বৃদ্ধিতে সাহায্য করে যা মূলত নির্ভর করে টিউমারের প্রকৃতির উপর। তাই অটোফ্যাজির প্রকৃতি বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

Screenshot from NIH

যে সমস্ত মানুষ ক্যান্সারে ভুগছেন তাদের ক্ষেত্রে উপবাস বা রোজা কতটা কার্যকরী হতে পারে তা তাদের চিকিৎসক বা পুষ্টি বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। 

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে উপবাস বা রোজা রাখলে সেরে যেতে পারে ক্যান্সার এমনটা দাবি করেছন নোবেলজয়ী জাপানের ডঃ ওসিনরি / ইয়োশিনরি ওসুমি আসলে মিথ্যা। তিনি এই ধরনের কোনো দাবি করেননি। 

Result: False 

Our Sources 

AFP report published on 27 Oct 2023
Tokyo Institute Of Technology website 
National Library Of Medicine


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular